Durga Puja Carnival: গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত ষাঁড়, দুর্গা পুজোর কার্নিভালে মৃত্যু বৃদ্ধের, আহত অনেকে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 08, 2022 | 8:13 AM

Durga Puja Carnival: শুক্রবার কার্নিভালের আয়োজন করা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। রাতের দিকে ষাঁড়ে টানা গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জে।

Durga Puja Carnival: গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত ষাঁড়, দুর্গা পুজোর কার্নিভালে মৃত্যু বৃদ্ধের, আহত অনেকে
ভয়াবহ দুর্ঘটনা রায়গঞ্জে

Follow Us

রায়গঞ্জ : প্রতিমা বিসর্জনের আগেই ফের ভয়াবহ দুর্ঘটনা। মাল নদীতে হড়পা বানের রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনা দুর্গা পুজোর কার্নিভালে। প্রতিমা নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল ষাঁড়। সেই ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। মৃতের নাম সাধন কর্মকার। ষাটোর্ধ্ব ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সিসিইউ-তে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। সেখানেই মৃত্যু হয় তাঁর। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত করবে পুলিশ। শোকাহত গোটা পরিবার।

শুক্রবার রাতে কার্নিভাল চলাকালীন আচমকাই গরুর গাড়ি ছেড়ে একটি ষাঁড় ছুটে বেরিয়ে যায়। আটকানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। তার শিং-এর গুঁতোয় আহত হন অনেকে। গাড়ি থেকে ছিটকে পড়ে যায় দুর্গা প্রতিমা। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আহতদের রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন প্রায় ৮ জন।

শুক্রবার জেলায় জেলায় কার্নিভালের আয়োজন করা হয়েছিল। রায়গঞ্জেও সে ভাবেই একাধিক ক্লাপ কার্নিভালে অংশগ্রহণ করেছিল। আর তার মধ্যে এই উন্মত্ত ষাঁড়ের তাণ্ডব। কম বেশি আহত হয়েছেন প্রায় ৩০ জন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাতেই সাধন কর্মকারকে দেখতে মেডিক্যাল কলেজে যান জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার সহ প্রশাসনিক কর্তারা। কয়েক ঘন্টা বাদেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চাপা ক্ষোভ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের শোভাযাত্রায় গরুর গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় খানিকটা পথ এগোতেই মোহনবাটি এলাকার কাছে একটি ষাঁড় গাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। এরপর সেখান থেকে শিলিগুড়ি মোড়ের দিকে সোজা ছুট দেয় সে। মাঝে যাদের পায় তাদেরই গুঁতোতে থাকে ওই ষাঁড়টি। এতেই আহত হন বেশ কয়েকজন। এক প্রত্যক্ষদর্শী জানান, এক সেকেন্ডের কম সময়ের মধ্যেই তাঁদের চোখের সামনে পুরো ঘটনাটা ঘটে যায়।

কার্নিভালের শেষের দিকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মন্ত্রী গোলাম রব্বানী সহ প্রশাসনিক কর্তাদের সামনেই এই ঘটনা ঘটে। মাল বাজারের ঘটনার পরও কেন সতর্ক হওয়া গেল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, দশমীর রাতে মাল বাজারে মাল নদীতে হড়পা বান আসায় ভেসে যান বহু মানুষ। মৃত্যু হয়েছে ৮ জনের।

Next Article