উত্তর দিনাজপুর : মঙ্গলবারই পথশ্রী প্রকল্পে (Pathashree Prakalpa) রাজ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরমধ্যে উত্তর দিনাজপুরেও রয়েছে বেশ কয়েক কিলোমিটার রাস্তা। মঙ্গলবার রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন সুভাষগঞ্জ ঘোষপাড়া এলাকায় এই উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠান মঞ্চের পাশেই দীর্ঘদিনের বেহাল রাস্তা, সুভাষগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে ভিটিয়ার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ছেন পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষরা। বর্ষাকালে ওই রাস্তা চলাচলের পুরোপুরি অযোগ্য হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের দাবিতে ইতিপূর্বে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছেন এলাকার মানুষ। গত বিধানসভায় ভোট বয়কটের ডাকও দিয়েছিলেন। নির্বাচনের সময় শাসক থেকে বিরোধী, সব দলের প্রার্থীদের আশ্বাসও মিলেছিল। সকলেই বলেছিলেন জিতলে ওই রাস্তার কাজ আগে হবে। কিন্তু তারপরও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু, আচমকাই ওই রাস্তার পাশেই মন্ত্রী আমলাদের উপস্থিতিতে ঘটা করে পথশ্রী প্রকল্পের সরকারি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন আমজনতা।
সরব হয়েছে বিজেপিও। যদিও পদ্ম শিবিরের দাবি, এই বেহাল রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টাতেই ৩০ বছরের বেহাল রাস্তা সংস্কার হতে চলেছে। কিন্তু রাজ্যের শাসকদল কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকাতে কাজ করে নিজেদের নামে ফলাও করে প্রচার করছে। সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে সামনে পঞ্চায়েতে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি বিজেপির। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতোই নাম পাল্টে কেন্দ্রের বরাদ্দ টাকায় পথশ্রী নামে চালানো হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির।
দেবশ্রী চৌধুরীকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি দাবি করেন, “কেন্দ্র বঞ্চনা করলেও রাস্তার কাজ হচ্ছে রাজ্যের টাকায়। আর দেবশ্রী চৌধুরী কোনও কাজ করেননি। আমরা করছি তাই মানুষ আমাদের পাশে আছে।” প্রসঙ্গত, ২৮ মার্চ সিঙ্গুরে পথশ্রী প্রকল্পের সরকারিভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরচ হবে তিন হাজার কোটি টাকা। এই টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করবে রাজ্য। যা পুরোটাই রাজ্য নিজের ক্ষমতায় করছে বলে দাবি তৃণমূল নেতাদের।