Video: টার্গেট ছিল কালো হ্যান্ড ব্যাগ, মহিলাকে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে ফেলল বাইক, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2024 | 5:15 PM

Chopra: ওই মহিলার নাম তুলসী রায়। তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। জানা গিয়েছে, এ দিন দেড় লক্ষেরও বেশি টাকা ব্যাঙ্ক থেকে তোলেন। সেটি পার্সে ঢোকান। সেই ব্যাগেও আরও কিছু টাকা ছিল। সব মিলিয়ে ওই মহিলা স্বনির্ভর দলের প্রায় আড়াই লক্ষ টাকার ব্যাগে রাখা ছিল।

Video: টার্গেট ছিল কালো হ্যান্ড ব্যাগ, মহিলাকে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে ফেলল বাইক, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন
বাইক থেকে ছিনতাই
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চোপড়া: ভরা রাস্তার উপর দিনে-দুপুরে ভয়ঙ্কর ঘটনা। এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাইক। প্রাণপণ মহিলা কিছু একটা বাঁচানোর চেষ্টা করছেন। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ছড়াল চাঞ্চল্য।

ঠিক কী ঘটেছে?

ওই মহিলার নাম তুলসী রায়। তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। জানা গিয়েছে, এ দিন দেড় লক্ষেরও বেশি টাকা ব্যাঙ্ক থেকে তোলেন। সেটি পার্সে ঢোকান। সেই ব্যাগেও আরও কিছু টাকা ছিল। সব মিলিয়ে ওই মহিলা স্বনির্ভর দলের প্রায় আড়াই লক্ষ টাকার ব্যাগে রাখা ছিল।

অভিযোগ, সেই সময় চোপড়া থানার কলাগছ গ্রামের কাছে দুই দুস্কৃতী হেলমেট পরে মোটিরবাইকে করে মহিলার ব্যাগ টেনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তুলসীদেবী দুষ্কৃতীকে বাধা দেয়। শেষ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় মহিলা বাধা দিলে তাকেও টেনে হিঁচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। শেষমেশ মহিলাকে রাস্তায় ফেলে দিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় তারা। মহিলার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। সিসিটিভির তথ্য ধরে পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Next Article