চোপড়া: রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। জলপাইগুড়ি, শিলিগুড়ি পেরিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় সোমবার সেই যাত্রা শুরু হবে। রাহুল গান্ধীর এই যাত্রায় যোগ দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন রফা নিয়েও আশাবাদী তিনি। তবে জোটের আসন রফা নিয়ে ‘বল বাই বল কমেন্ট্রি’ করতে রাজি নন বলে জানিয়েছেন জয়রাম রমেশ। কিন্তু সাম্প্রতিক অতীতে বাংলার সব আসনে লড়ার কথা শোনা গিয়েছে তৃণমূল নেতাদের মুখে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে একই কথা। এ নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারান জয়রাম। তৃণমূল কেন এ কথা বলছে, তা তৃণমূলের কুণাল ঘোষ বা ডেরেক ও’ব্রায়েনের থেকে জানতে পরামর্শ দিয়েছেন তিনি।
নীতীশ কুমারের এনডিএ-তে যোগদানের পর ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থেকেই বিজেপি-র বিরুদ্ধে লড়াই চালাবে বলে আশা জয়রামের। এ নিয়ে তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি ইন্ডিয়া জোটকে শক্তিশালী বানাবেন। সেই জোটে থেকেই লড়াই করবেন।” আসন রফার প্রসঙ্গে তিনি বলেছেন, “আসন রফা দুই দলের সহমতির ভিত্তিতে হবে। তা হলে আপনারা জেনে যাবেন। এ নিয়ে বল বাই বল কমেন্ট্রি করব না।” তৃণমূলের বক্তব্যের উপর কোনও মন্তব্য করতেও রাজি হননি তিনি।
অধীর চৌধুরীর জন্য বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ধাক্কা খাচ্ছে। এই অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে অবশ্য অধীরের পাশেই দাঁড়িয়েছেন জয়রাম রমেশ। তবে তৃণমূল কেন আসন রফা নিয়ে মন্তব্য করছে, তা তাঁর জানার বিষয় নয় বলে সাফ জানিয়েছেন জয়রাম রমেশ। তিনি বলেছেন, “তৃণমূল কেন বলছে তা জানতে আপনি কুণাল ঘোষ বা ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসা করুন। আমাকে কেন জিজ্ঞাসা করছেন।” তবে সবকিছুর শেষে ইন্ডিয়ার জোট শক্তিশালী রয়েছে বলে দাবি জয়রাম রমেশের।