Cyber Fraud: পুরনো আসবাব সস্তায় বিক্রি হচ্ছে! প্রলোভনে পা দিলেই হতে পারে বিপদ

Rupak Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 23, 2024 | 2:52 PM

Cyber Fraud: ভূমি অধিগ্রহন দফতরের আধিকারিক অমূল্য সরকার, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক অশোক মোদক সহ একাধিক আমলার অ্যাকাউন্ট থেকে এইভাবে ফোন নম্বর চাওয়া হয়েছে বলে অভিযোগ।

Cyber Fraud: পুরনো আসবাব সস্তায় বিক্রি হচ্ছে! প্রলোভনে পা দিলেই হতে পারে বিপদ
সাইবার প্রতারণার অভিযোগ রায়গঞ্জে
Image Credit source: TV9 Bangla

Follow Us

রায়গঞ্জ: ‘আমি বদলি হয়ে যাচ্ছি। আমার আসবাবগুলো বেশি পুরনো নয়। অল্প দামে কেউ কিনতে চাইলে কিনতে পারেন।’ একথা বলে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে থাকেন অনেকেই। কিন্তু সেই বিজ্ঞাপনও হতে পারে সাইবার প্রতারণার নয়া ফাঁদ। পা দিলেই বিপদ। এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সিআরপিএফ-এর আধিকারিকের পরিচয় দিয়ে টাকা হাতাচ্ছে প্রতারকরা, এমনই অভিযোগ সামনে আসছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় এই অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, প্রথমে সরকারি আমলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর চাওয়া হচ্ছে। আমলার সিআরপিএফ বা সিআইএসএফ বন্ধু পরিচয় দিয়ে এরপর ফোন যাচ্ছে সেই নম্বরে। পাঠানো হচ্ছে আসবাবের ছবিও। কয়েক লক্ষা টাকার আসবাব মাত্র ৬০-৭০ হাজার টাকায় দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। ফ্রি-তে হোম ডেলিভারি দেওয়ার কথাও বলা হচ্ছে। অভিযোগ, এভাবেই টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।

ইতিমধ্যেই জেলা ভূমি অধিগ্রহন দফতরের আধিকারিক অমূল্য সরকার, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক অশোক মোদক সহ একাধিক আমলার অ্যাকাউন্ট থেকে এইভাবে ফোন নম্বর চাওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতারণার ফাঁদে পড়েছেন, সরকারি কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী এমনকী অনেক সাংবাদিকও।

রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। নতুন উদ্বেগ তৈরি হয়েছে জেলা জুড়ে। শুভম সান্যাল নামে এক ব্যক্তি জানান, এলাকার প্রাক্তন বিডিও-র মেসেঞ্জার থেকে মেসেজ এসেছিল তাঁর কাছে। এরপরই প্রতারণার জালে পড়ে যান তিনি। সাইবার বিশেষজ্ঞ শুভদ্রীপ মৈত্র বলেন, ‘প্রযুক্তি ব্য়বহার করে যেভাবে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে, তা অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে সবসময় সাবধান থাকা জরুরি।’

Next Article