Islampur: রাস্তার ধার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 07, 2024 | 12:01 PM

Islampur: ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লি এলাকায় মূল রাস্তার ধারে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া এক সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে।

Islampur: রাস্তার ধার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার
সদ্যোজাতর দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুর:  পুজোর মুখে রাস্তার ধারে এক সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লি এলাকায়। জনবহুল রাস্তার পাশে এই দেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লি এলাকায় মূল রাস্তার ধারে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া এক সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। যাঁরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Next Article
Raiganj: আবার চিকিৎসকদের-নার্সদের মারধরের অভিযোগ, কর্মবিরতিতে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকরা