Minakshi Mukherjee: ধর্ষণকাণ্ডে জড়িতরা প্রত্যেকেই যুক্ত তৃণমূলের সঙ্গে, এদের আড়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী : মীনাক্ষী

Raiganj: কিছুদিন বাদেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

Minakshi Mukherjee: ধর্ষণকাণ্ডে জড়িতরা প্রত্যেকেই যুক্ত তৃণমূলের সঙ্গে, এদের আড়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী : মীনাক্ষী
মীনাক্ষী মুখার্জী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 8:31 PM

রায়গঞ্জ: ‘ধর্ষণকাণ্ডে জড়িতরা প্রত্যেকেই যুক্ত তৃণমূলের সঙ্গে যুক্ত। তাদের আড়াল করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী!’ রায়গঞ্জে ডিওয়াইএফআইয়ের সভায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এ ছাড়াও কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য পুলিশকেও। উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন ও বর্তমান ডিওয়াইএফআই সদস্যদের নিয়ে একটি সভায় যোগ দিতে এসেছিলেন তিনি। সেখান থেকেই রাজ্যের এখন পরিস্থিতি বিরুদ্ধে সংগঠনের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের বার্তাও দেন।

কিছুদিন বাদেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেই সম্মেলনকে সামনে রেখেই জেলায় জেলায় বিভিন্ন সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার উত্তর দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন। রায়গঞ্জ শহরের ছন্দ মঞ্চে অনুষ্ঠিত হয় এই সভা। প্রধান বক্তা হিসেবে সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বাম যুব নেত্রী তথা ডিওয়াইফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা একাধিক ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে সেখানে কার্যত বিস্ফোরক হয়ে ওঠেন তিনি। বলেন, ‘রাজ্যে সম্প্রতি যে সমস্ত ধর্ষণকাণ্ড সামনে এসেছে তাতে জড়িতরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী। তাদের একমাত্র পরিচয় যে তারা সকলেই অপরাধী। আর এই ধর্ষণ কাণ্ডে জড়িত অপরাধীদের সকলকেই আড়াল করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

পাশাপাশি তিনি যোগ করেন, ‘মুখ্যমন্ত্রী মানুষ হিসেবে কেমন তা তাঁর জানা নেই। তবে তিনি যে বক্তব্য রাখেন তার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে ‘মানুষ’ সংজ্ঞা থেকে নিচে নামিয়ে দিচ্ছেন।’ বাম নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি একহাত নেন রাজ্য পুলিশকেও। এ প্রসঙ্গে তাঁর মত, ‘রাজ্যের পুলিশ বর্তমানে শুধুই ম্যারাথন আয়োজন করছে এবং ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপণের কাজ করছে। এছাড়া পুলিশের আর কোন কাজ নেই।’

প্রসঙ্গত, রাজ্যজুড়ে লাগাতার ধর্ষণের অভিযোগে বারবার কাঠগোড়ায় উঠেছে শাসকদল তৃণমূল। প্রতিবারেই বিরোধীদের কড়া আক্রমণের সামনে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে। বামপন্থীদের তরফেও একাধিক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে শহর থেকে গ্রামে। সোমবার রায়গঞ্জের সভা থেকে এই সমস্ত কিছুর বিরুদ্ধেই নিচু স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের বার্তা দেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা।

আরও পড়ুন: West Medinipur Minor Harassment: ‘ধর্ষণের’ পর সন্তানের জন্ম, একরত্তি ভূমিষ্ঠ হলে তাকেও মারা হুমকি, ঘটনার পিছনে করুণ কাহিনী

আরও পড়ুন: Teenager physically assaulted : এবার এগরা, বাড়িতে একা পেয়ে কিশোরীকে ‘ধর্ষণ’