উত্তর দিনাজপুর: উর্দি পরিহিত। টলমল পা। ঠিক মতো দাঁড়াতেও পারছেন না। গাড়িতে ধাক্কাও খেয়ে যাচ্ছেন। মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পুলিশকর্মী। সেই ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। জানা গেছে, বুধবার রাতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন ওই পুলিশ আধিকারিক। রাস্তায় মহিলাদেরও কটূক্তি করেন বলে ভিডিয়োতে দাবি করা হয়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীকে ওইরকম আচরণ করতে দেখেই ক্যামেরা বন্দি করেন অনেকে। তাঁরা নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ারও করেন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সেই ছবি নীচে কমেন্টে সরব হয়েছেন অনেকেই।
আরজি কর কাণ্ডের পর এমনিতেই পুলিশ ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। তবে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি গেরুয়া শিবির। একজন পুলিশ কর্মী কীভাবে ইউনিফর্ম পড়ে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় ঘুরছেন? যা নিয়ে তোলপাড় রাজনীতিও। বিজেপি নেতা বাসুদেব সরকার বলেন, “পুলিশের ভূমিকা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বুধবার রাত পৌনে ১০টার সময়ে রাধিকাপুর এক্সপ্রেস রায়গঞ্জ ছেড়ে যাওয়ার পর, মদ্যপ অবস্থায় এক পুলিশ অফিসার উর্দি পরেই ঘোরাঘুরি করছেন। এই রাজ্যের পুলিশমন্ত্রী বিষয়টি দেখুন।” যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিষয়টি পুলিশ নিশ্চিত খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। তবে এবিষয়ে জেলা পুলিশ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।