Civic Volunteer: তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়র

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 03, 2024 | 6:20 PM

পুলিশ সূত্রে খবর, দিন দশেক আগে এক সিভিক ভলান্টিয়র মহিলার কাছ থেকে জোর করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। অভিযুক্ত সিভিক ইসলামপুর পুলিশ জেলার অধিনস্তে কাজ করেন। ইসলামপুর পুলিশ জেলার Civic Volunteer: অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানিয়েছেন,"মহিলার থেকে টাকা নেওয়ার পাশাপাশি তাঁর কিশোরী মেয়েকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ দায়ের হয় ইসলামপুর থানায়। পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে।"

Civic Volunteer: তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়র
ইসলামপুর থানা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ইসলামপুর: আরজি করের ঘটনায় গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়র। এর মধ্যেই ফের গুরুতর অভিযোগ উঠল আরও এক সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার ভাইজিকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

পুলিশ সূত্রে খবর, দিন দশেক আগে এক সিভিক ভলান্টিয়র মহিলার কাছ থেকে জোর করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। অভিযুক্ত সিভিক ইসলামপুর পুলিশ জেলার অধিনস্তে কাজ করেন। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানিয়েছেন,”মহিলার থেকে টাকা নেওয়ার পাশাপাশি তাঁর কিশোরী মেয়েকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ দায়ের হয় ইসলামপুর থানায়। পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে।”

এ দিকে, এই ঘটনায় পথে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জেলাজুড়ে একাধিক এমন ঘটনা ঘটেই চলেছে। কিন্তু মানুষ অভিযোগ করতে গেলে তাদের অভিযোগ ঠিক ঠাকভাবে নেওয়া হয় না। তবে শাসক দলের পরিবার হওয়াতেই পুলিশ বেশি সক্রিয়।

Next Article