রাজগঞ্জ: ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর দিনাজপুরে। বুধবার রাত্রিবেলা ইটাহারের সুরুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডামডোলিয়া গ্রামে নির্দল-তৃণমূলের তুমুল সংঘর্ষ। যার জেরে অন্ততপক্ষে আট জন রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন।
নির্দলদের দাবি, ওই এলাকার একটি বাড়িতে নির্দলদের সঙ্গে বিবাদ বাধে তৃণমূল সমর্থকদের। তখনই শাসকদলের লোকজন ওই এলাকার নির্দলদের বাড়িতে চড়াও হয়। বাড়িঘর তো ভাঙচুর করা হয়ই, সঙ্গে পুরুষ ও মহিলা নির্বিশেষে চলে লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে মারধর। যার জেরে গুরুতর জখম হন উভয়পক্ষের বেশ কয়েকজন। তারাই হাসপাতালে ভর্তি।
বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন আছে। তবে এই বিষয়ে তৃণমূল সমর্থকরা কোনও মন্তব্য করতে রাজি হননি। ঘটনার তদন্তে ইটাহার থানার পুলিশ। এই বিষয়ে আহত নির্দল সমর্থকের স্ত্রী অর্জু খাতুন বলেন, “অন্য বাড়িতে গণ্ডগোল লেগেছিল। আমাদের এখানে কিছুই হয়নি। কিন্তু তৃণমূলের লোকজন এসে বলছে ঝামেলা লেগেছে যখন সবাইকে মারব আমরা। সেই সময় আমরা ঘরেই ছিলাম। হঠাৎ করে বাড়িতে এসে মারধর, আমার স্বামীকে ফেলে মেরেছে। বাড়ি ঘর ভাঙচুর করেছে।”