Raiganj: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাও ঘিরে বিশৃঙ্খলা, প্রতিবাদে রাজবংশীরা

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 04, 2024 | 5:48 PM

Raiganj: তাঁদের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় রাজবংশী নেতৃত্ব। তাঁদের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিকিৎসক দীপক কুমার রায়কে বিভিন্নভাবে হেনস্থা করেছে তৃণমূল নেতারা।

Raiganj: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাও ঘিরে বিশৃঙ্খলা, প্রতিবাদে রাজবংশীরা
প্রতিবাদে রাজবংশীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

রায়গঞ্জ: উপাচার্য অসুস্থ হতেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে দেখান রাজবংশী শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা।

উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান রাজবংশীরা।
তাঁদের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় রাজবংশী নেতৃত্ব। তাঁদের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিকিৎসক দীপক কুমার রায়কে বিভিন্নভাবে হেনস্থা করেছে তৃণমূল নেতারা।

এর পেছনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সরাসরি মদতে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে সরব হয় রাজবংশী শিক্ষক সংগঠনের নেতৃত্ব। তাঁদের আরও বক্তব্য, রাজবংশী সমাজের প্রতিনিধি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক কুমার রায়কে শাসক নেতাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। সারা দিনরাত ধরে তাঁকে ঘেরাও করে রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন। শাসক দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে তাদের দাবি, এভাবে রাজবংশীদের উপর হেনস্থা ও আক্রমণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাটবেন তাঁরা।

Next Article