Ration dealer died: ‘মাল কি তোমার বাপের, বলেই ঝাঁপিয়ে পড়ল’, পরিবারের চোখের সামনে সব শেষ

Rupak Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Nov 06, 2024 | 7:01 PM

Ration dealer died: বচসা চলাকালীন আচমকা ডিলারের উপর চড়াও হয়ে মা ও ছেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার।

Ration dealer died: মাল কি তোমার বাপের, বলেই ঝাঁপিয়ে পড়ল, পরিবারের চোখের সামনে সব শেষ
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী ও পরিজনরা

Follow Us

গোয়ালপোখর: রেশন নিয়ে বচসার জেরে গ্রাহকের মারে রেশন ডিলারের মৃত্যু। মৃতের প্রতিবেশী মা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভেন্ডাবাড়ি এলাকায়। মৃত ওই রেশন ডিলারের নাম কমল দাস (৫০)।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছট পুজোর কারণে দূরদূরান্তে থাকা রেশন গ্রাহকদের আগে রেশন সামগ্রী দিয়ে দুপুরে বাড়ি ফেরেন কমল দাস। তিনি বাড়ি ফেরার পর প্রতিবেশী রেশন গ্রাহক চন্দনা সিংহ ও তাঁর ছেলে করণ সিংহ সেখানে আসেন। রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী চান। তখন কমল দাস তাঁদের দুই দিন পরে রেশন দেওয়ার কথা বললে উভয় পক্ষের বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা ডিলারের উপর চড়াও হয়ে মা ও ছেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার।

এরপর পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ওই রেশন ডিলারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। যদিও এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে।

মৃত রেশন ডিলারের স্ত্রী রমা দাস বলেন, “আমার স্বামী বাড়ি ফেরার পরই ওই মা ও ছেলে রেশনের জন্য আসে। দিন দুই পর রেশন দেব বলে জানায় আমার স্বামী। তখনই মারধর শুরু করে।” মৃতের দাদা পরেশচন্দ্র দাস বলেন, “বচসার সময় করণ সিং বলে, মাল কি তোমার বাপের। এই কথা বলেই ঝাঁপিয়ে পড়ে। ভাইয়ের বুকে ঘুষি মারতে শুরু করে।”

 

Next Article