পনেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত সরকারি স্কুল পড়ুয়াদের পাশাপাশি স্কুলছুট এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্যও করোনা ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর।
মেডিক্যাল কলেজ হাসপাতালের টীকাকরণ কেন্দ্রে স্কুলছুট ও বেসরকারী স্কুলের পনেরো থেকে আঠারো বছর পর্যন্ত পড়ুয়াদের টিকাকরণের প্রস্তুতি চলছে জোর কদমে।
পাশাপাশি যে সমস্ত পড়ুয়া ও তাদের অভিভাবকরা সরকারি স্কুলের টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করবেন তাঁরাও চাইলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিতে পারবেন।
রবিবার রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকা সেন্টারে দেখা গেল সেখানে জোর কদমে পনেরো থেকে আঠারো বছর বয়সীদের করোনা টীকা দেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে।
ভ্যাক্সিনেশন সেন্টার ইনচার্জ সব্যসাচী মুখার্জী জানিয়েছেন, "রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে আমরা প্রস্তুতি নিচ্ছি। সোমবার থেকে সরকারি স্কুলগুলিতে পনেরো থেকে আঠারো বছর বয়সী পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। যে সমস্ত স্কুলছুট, বেসরকারি স্কুলের পড়ুয়ারা ওই বয়সের আওতায় পড়বেন তারা মেডিক্যাল কলেজ হাসপাতালের টীকা নিতে পারবেন।"