Accident: বেপরোয়া গাড়ির ধাক্কায় উল্টে গেল টোটো, আহত ৩ শিশুসহ ৯
North Dinajpur: আহতদের পরিবার সূত্রে খবর, তাঁরা প্রত্যেকেই বিহারের (Bihar) বাসিন্দা।
উত্তর দিনাজপুর: ফের টোটো দুর্ঘটনার (Toto Accident) খবর। একটি ছোটো গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষে আহত প্রায় নয়জন। তাঁদের প্রত্যককে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে (Siliguri Medical College) স্থানান্তরিত করা হয়েছে।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির ঘটনা। সেখানে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে। আহতদের পরিবার সূত্রে খবর, তাঁরা প্রত্যেকেই বিহারের (Bihar) বাসিন্দা। পাঞ্জিপাড়া (Panjipara) এলাকার মোনজাক গ্রামে আত্মীয়দের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা।
সূত্রের খবর, ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে রাস্তা পারপার করছিল টোটোটি(Toto)। সেই সময় একটি দ্রুতগতির ছোটো গাড়ি এসে সজোরে ধাক্কা মারে টোটোটিকে। পুরো দুমরে-মুচড়ে উল্টে যায় টোটোটি। ঘটনাস্থানেই আহত হয় নয়। তাদের মধ্যে তিনজন শিশু (Three child)।
দুঘর্টনার (accident) খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধারের কাজে হাত লাগায় স্থানীয়রা। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ওই ব্যক্তিকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Siliguri Medivcal College and Hospital) স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, গত পরশুদিন হাওড়া থেকে টোটো উল্টে একটি মৃত্যুর ঘটনা সামনে আসে। বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু হয় ওই রোগীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুরের ফরসোর রোডে। পুলিশ আটক করেছে বাইকটিকে। তবে পলাতক দুই আরোহী।
সূত্রের খবর, মৃতের নাম সোমা নাহা (৫৬)। তিনি উত্তর হাওড়ার মুরগিরহাটা এলাকার বাসিন্দা। আজ বিকেল চারটে নাগাদ সোমা দেবী তাঁর ছেলের সঙ্গে টোটোতে চেপে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ডে ডায়ালিসিস করতে যাচ্ছিলেন। টোটোটি শিবপুরের ফরসোর রোডের কাছে লেন পরিবর্তন করছিল। ঠিক সেই সময় ঘটে যায় অঘটন। অভিযোগ, উল্টো দিক থেকে বেপরোয়া একটি বাইক এসে ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থানে উল্টে যায় টোটোটি। রাস্তায় ছিটকে গিয়ে পড়েন ওই সোমাদেবী তাঁর ছেলে এবং টোটো চালক। টোটোটি পাল্টি খেয়ে ওই মহিলার উপরে পড়ে যায়।
ঘটনাস্থানেই গুরুতর জখম হন তিনি। তাঁকে জৈন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরই বাইক ফেলে চম্পট দেয় ওই দুই বাইক আরোহী। তাঁদের মাথায় হেলমেট ছিল না বলে খবর মিলেছে।
শিবপুর থানার (Shibpur Police) পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সংগ্রহ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ। আরোহীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন: Fire: শেওড়াফুলিতে বিধ্বংসী আগুন, এক রাতে পুড়ে ছাই ৬টি কারখানা!