ইসলামপুর: আবারও গোষ্ঠী কোন্দল তৃণমূলের। অভিযোগ, এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তুমুল বোমাবাজি। এমনকী, আগুন জ্বালিয়ে দেওয়া হল প্রধানের গাড়িতে। প্রধানকে দলের বলে মানতে নারাজ অঞ্চল সভাপতি। পাল্টা আবার প্রধানের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তাঁর।
রবিবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাও মোড়ের ঘটনা। আচমকা ফের উত্তপ্ত ইসলামপুর থানার কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার রাত্রিবেলা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, একদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আবদুস সাত্তার গোষ্ঠী, অন্যদিকে স্থানীয় প্রধান নুরী বেগম এবং তাঁর স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি। একে অন্য পক্ষের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। শুধু তাই নয়, প্রধানের গাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি এলাকায় বেশ কিছু দোকানে লুটপাট চলে বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বাহিনী। পরিস্থিতি সামাল দেয় তারা। সোমবার সকাল থেকেই এলাকায় চলছে পুলিশি টহল। এলাকা থমথমে হয়ে আছে।
এ প্রসঙ্গে প্রধান নুরী বেগম বলেন, “সাত্তার এসে লোক জমায়েত করল। আমি তো বুঝতেই পারছি না উনি কি আদৌ তৃণমূল সভাপতি? একজন তৃণমূল সভাপতি হয়ে কীভাবে লোকজন জমায়েত করতে পারেন?
” অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস আবদুস সাত্তার বলেন, “সাতটার সময় কিছু লোক আসে দাবি দাওয়া নিয়ে। এরপর টাকা পয়সা নিয়ে ঝামেলা শুরু হয়। ওরা যখন আসছিল বোমা মারা হয়। আগুন জ্বালানো হয়। আমি কিছু করিনি। উনি নিজেকে প্রধান বললেও কতজন ওর সঙ্গে আছেন?”