Raiganj Lok Sabha constituency: রায়গঞ্জে কোন ফুলের দাপট বেশি? পাল্লা ভারী কার?

Raiganj Lok Sabha constituency: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ থেকে জিতেছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। ২০১৯ সালে আবার বামেরা এখানে তৃতীয় স্থানে নেমে যায়। চতুর্থ স্থানে লড়াই শেষ করেন কংগ্রেসের দীপা দাসমুন্সি।

Raiganj Lok Sabha constituency: রায়গঞ্জে কোন ফুলের দাপট বেশি? পাল্লা ভারী কার?
রায়গঞ্জের ভোট চিত্রImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2024 | 9:12 PM

কলকাতা: একসময় এখানে ছিল কংগ্রেসের দাপট। রীতিমতো কংগ্রেস গড় হিসাবে পরিচিতি ছিল জেলায়। পরবর্তীতে বামেদের আধিপত্যও দেখা গিয়েছিল রায়গঞ্জে। গত লোকসভা নির্বাচনে এখানে আবার পদ্মও ফুটেছিল। ২০১৯ সালের রায়গঞ্জ লোকসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তৃণমূলের টিকিটে লড়েছিলেন কানাইয়া লাল আগরওয়াল। কিন্তু, দেবশ্রীর কাছে তৃণমূল প্রার্থী হেরেছিলেন ৬০ হাজারের বেশি ভোটের ব্যবধানে। বিজেপির খাতায় গিয়েছিল ৪০ শতাংশের বেশি ভোট। তৃণমূলের দখলে ছিল ৩৫ শতাংশের কাছাকাছি ভোট। 

বিধানসভা কেন্দ্র

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল ইসলামপুর, গোলপোখার, চাকুলিয়া, করনদিঘি, হেমতাবাদ (SC), কালিয়াগঞ্জ (SC), রায়গঞ্জ। 

ভোটার চিত্র

২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৫,৯৯,৯৪৮

২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৯.৩ শতাংশ

তফসিলি উপজাতি ভোটার ৫ শতাংশ

সংখ্যালঘু ভোটার ৪১.৭ শতাংশ

গ্রামীণ ভোটার ৮৬.২ শতাংশ

শহুরে ভোটার ১৩.৯ শতাংশ

২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ থেকে জিতেছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। ২০১৯ সালে আবার বামেরা এখানে তৃতীয় স্থানে নেমে যায়। চতুর্থ স্থানে লড়াই শেষ করেন কংগ্রেসের দীপা দাসমুন্সি। দেখে নেওয়া যাক এক নজরে

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল
২০১৯ ইসলামপুর ৫৬,৫৩১ ৬০,৯৭৬
২০২১ ইসলামপুর ৬২,৬৯১ ১,০০,১৩১
       
২০১৯ গোয়ালপোখর ৩১,৪৪১ ৭৯,৬৮২
২০২১ গোয়ালপোখর ৩২,১৩৫ ১,০৫,৬৪৯
       
২০১৯ চাকুলিয়া ৫১,৩০৪ ৫৯,১২৯
২০২১ চাকুলিয়া ৫২,৪৭৪ ৮৬,৩১১
       
২০১৯ করণদিঘি ৮২,০০৯ ৬৬,০৪৫
২০২১ করণদিঘি ৭৯,৯৬৮ ১,১৬,৫৯৪
       
২০১৯ হেমতাবাদ ৮৫,৭৩৮ ৭৯,৫৬২
২০২১ হেমতাবাদ ৮৯,২১০ ১,১৬,৪২৫
       
২০১৯ কালিয়াগঞ্জ ১,১৮,৮৯৫ ৬২,১৩৩
২০২১ কালিয়াগঞ্জ ১,১৬,৭৬৮ ৯৪,৯৪৮
       
২০১৯ রায়গঞ্জ ৮৩,৯৪৪ ৪১,৭৪২
২০২১ রায়গঞ্জ   ৭৯,৭৭৫

একুশে বিধানসভা কার?

ইসলামপুর- আব্দুল করিম চৌধুরী (তৃণমূল)

গোয়ালপোখার- গুলাম রব্বানি (তৃণমূল)

চাকুলিয়া- আজাদ মিনাজুল আফরিন (তৃণমূল)

করনদিঘি- গৌতম পাল (তৃণমূল)

হেমতাবাদ- সত্যজিৎ বর্মন (তৃণমূল)

কালিয়াগঞ্জ- সৌমেন রায় (বিজেপি)

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী (বিজেপি)

ভোট শতাংশ

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৪০.৫ শতাংশ, তৃণমূল ৩৫.৭ শতাংশ, সিপিএম ১৪.২ শতাংশ, কংগ্রেস ৬.৬ শতাংশ

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৩৮.২ শতাংশ, তৃণমূল ৫০.৬ শতাংশ, ফরওয়ার্ড ব্লক ২.৮ শতাংশ, কংগ্রেস ৪.২ শতাংশ

২০২৪- প্রার্থী

দেবশ্রী চৌধুরীর জায়গায় এবারে বিজেপি প্রার্থী হয়েছেন কার্তিক পাল। তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বাম সর্মথিত কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টর।