Chopra Incident: বিতর্কের মাঝেই পদক্ষেপ পুলিশের, শোকজ় করা হল চোপড়া থানার আইসিকে

Rupak Ghosh | Edited By: Soumya Saha

Jul 01, 2024 | 4:40 PM

Chopra: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ঘটনার কথা জানতে পেরেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তা শুরু করা হয়েছে। যে মহিলা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে।

Chopra Incident: বিতর্কের মাঝেই পদক্ষেপ পুলিশের, শোকজ় করা হল চোপড়া থানার আইসিকে
চোপড়ার ঘটনায় শোকজ় আইসিকে
Image Credit source: TV9 Bangla

Follow Us

চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। চোপড়ার আঁচ গিয়ে পড়েছে জাতীয় রাজনীতিতেও। এসবের মধ্যেই এবার শোকজ় করা হল চোপড়া থানার আইসিকে। সোমবার দুপুরে এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ঘটনার কথা জানতে পেরেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তা শুরু করা হয়েছে। যে মহিলা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে।

পাশাপাশি এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে, চোপড়া থানা এলাকায় মহিলাকে জনসমক্ষের মারধরের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক রং লাগানোর অপচেষ্টা চলছে বলেও এক্স হ্যান্ডেলে জানিয়েছে রাজ্য পুলিশ।

উল্লেখ্য, চোপড়ার ওই ঘটনায় অভিযুক্ত তাজমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করে সোমবার ইসলামপুর আদালতে পেশ করেছিল পুলিশ। আদালতে এদিন সরকারি আইনজীবী আবেদন জানিয়েছিলেন, যাতে অভিযুক্তকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়। তবে বিচারক তাজমুলের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন আদালতের ঘটনাক্রম প্রসঙ্গে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলছেন, “ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। খুনের চেষ্টা, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে। ৫ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক।”

 

Next Article