Congress: কংগ্রেস নেতাকে ‘অপহরণ’, স্বামীকে না পেলে থানা থেকে নড়বেন না স্ত্রীও

Rupak Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jun 12, 2023 | 7:02 PM

Dinajpur: অভিযোগ, এই ঘটনার পর থেকে চোপড়ার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক রায়, সিপিআইএমের জেলা কমিটির সদস্য বিদ্যুৎ তরফদার, ডিওয়াইএফআই-এর লোকাল কমিটির সম্পাদক আনসারুল হক-সহ একাধিক বাম ও কংগ্রেস নেতা নিখোঁজ। 

Congress: কংগ্রেস নেতাকে অপহরণ, স্বামীকে না পেলে থানা থেকে নড়বেন না স্ত্রীও
অশোক রায়ের স্ত্রী নমিতা রায়।

Follow Us

উত্তর দিনাজপুর: বিডিও অফিসে যাওয়ার পথে বাম-কংগ্রেস নেতাদের মারধর ও অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়ায়। সোমবার বাম, কংগ্রেস নেতা কর্মীরা চোপড়া (Chopra) বিডিও অফিসে যাচ্ছিলেন। তিনটি গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, চোপড়ার হাতিঘেষা মোড় এলাকায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁদের উপর আচমকা চড়াও হয়। সকলকেই মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে অভিযোগ, এই ঘটনার পর থেকে চোপড়ার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক রায়, সিপিআইএমের জেলা কমিটির সদস্য বিদ্যুৎ তরফদার, ডিওয়াইএফআই-এর লোকাল কমিটির সম্পাদক আনসারুল হক-সহ একাধিক বাম ও কংগ্রেস নেতা নিখোঁজ।

অশোক রায়ের স্ত্রী নমিতা রায়ের কথায়,  “বিডিও অফিসে কাজের জন্য আমাদের লোকজন এসেছিলেন। রাস্তায় আক্রমণ করেছে তৃণমূলের লোকেরা। আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তৃণমূল তুলে নিয়ে গিয়েছে। টাকার ব্যাগ, মোবাইল ফোন সব নিয়ে গিয়েছে। ওনাকে এনে দিতে হবে পুলিশকে। আমরা থানা ছেড়ে যাব না।”

যে গাড়িতে অশোক রায় ছিলেন, সেখানে ছিলেন যুব কংগ্রেস নেতা মেহেবুব আলমও। তিনি বলেন, “বিডিও অফিসে কাজ ছিল। বিডিওর সঙ্গে কথা বলেই সেখানে যাচ্ছিলাম। তিনটে গাড়িতে আসছিলাম। আমার সঙ্গেই অশোকবাবু গাড়িতে ছিলেন। হঠাৎ আমাদের গাড়ির চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর শুরু করল। তৃণমূলের লোকজন এসব করেছে। আমি কোনওভাবে পালিয়ে বেঁচেছি। অশোকবাবুর কোনও খোঁজ নেই।” যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। পাওয়া গেলেই তা এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

Next Article