Islampur: কী থেকে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, যেহেতু কনফারেন্স রুম, এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে
মহকুমা হাসপাতালে আগুন।
Follow Us
ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুর (Islampur) মহকুমা হাসপাতালে আগুন। বৃহস্পতিবার আচমকাই আগুন লেগে যায় হাসপাতালের কনফারেন্স রুমে। হাসপাতালের ভিতর একেবারে ধোঁয়ায় ঢেকে যায়। এর জেরে রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কী থেকে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, যেহেতু কনফারেন্স রুম, এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এদিন আগুন লাগার পর হাসপাতালের করিডর ধোঁয়ায় ভরে যায়। রোগীদের তড়িঘড়ি নিরাপদ জায়গায় সরিয়ে আনার ব্যবস্থা করা হয়। দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ইসলামপুরের কনফারেন্স হলে এদিন একটি প্রশাসনিক বৈঠক চলছিল। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালও ছিলেন। সেই সময় এসি চলছিল। তার থেকে শর্ট সার্কিট হতে পারে বলে মনে করা হচ্ছে।
হাসপাতালের আতঙ্কিত রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করা হয়।
আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই সূত্রের খবর।
দমকল আধিকারিক তুতুল ঘোষ বলেন, “খুব সম্ভবত আগুনটা শর্ট সার্কিটের জন্যই লেগেছে। এসি থেকে লেগেছিল। খুব একটা বড় ব্যাপার নয়। আগুন নিয়ন্ত্রণে। একটু ধোঁয়া বেরিয়েছিল। তবে এখন আর ভয়ের কিছু নেই।”
দমকল আধিকারিক জানান, রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। সেটা হওয়াই স্বাভাবিক। ধোঁয়ার জন্য এটা হয়েছে। তাঁরাও বিপন্মুক্ত।
ক্ষয়ক্ষতি বলতে এসিটিই পুড়ে যায় বলে দমকলের তরফে জানানো হয়েছে।