কলকাতা: নাহ কয়েকদিন আগেও যে ঠান্ডা অনুভূত হচ্ছিল এখন আর তা হচ্ছে না। রাত্রিবেলা হালকা শীত লাগলেও সকালে রীতিমত গরম অনুভূত হচ্ছে। সোয়েটার, টুপি পরা তো দূরে থাক, গরমের দাপটে টেকা দায়। ইতিমধ্যেই ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে তাপমাত্রা। তাহলে কি গরম পড়ে গিয়েছে? আবহাওয়ার পূর্বাভাস বলছে কিন্তু অন্য কথা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় আবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কমবে তাপমাত্রা। ফলে শীতের আমেজ পুনরায় ফিরতে চলেছে। রাত্রিবেলার তাপমাত্রা দুই বঙ্গেই তিন-চার ডিগ্রি কম থাকবে। আগামী ১৫ তারিখ পর্যন্ত বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে দুই বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গতকাল দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আর আজ ভোরে সেই তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল। এহেন হাওয়া বদলে শীত ফেরার কোনও সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। তারপরই আবহাওয়া অফিস থেকে ফের শীতের আমেজ পাওয়ার পূর্বাভাস দিল।