কলকাতা: ভ্যাপসা গরম থেকে কিছুটা নিস্তার শহরবাসীর। দুপুর গড়িয়ে বিকেল নামতেই আকাশ কালো করে মেঘ জমল কলকাতার আকাশে। ঝমঝমিয়ে নামল বৃষ্টি (Rain in Kolkata)। হাঁসফাঁস গরমে নাজেহাল তিলোত্তমাকে কিছুটা স্বস্তি দিল এক পশলা বৃষ্টি। দুপুর থেকেই কলকাতা ও শহরতলিতে আকাশ মেঘলা হতে শুরু করেছিল একটু একটু করে। শেষে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামল কলকাতায়। শুধু কলকাতা শহরেই নয়, আশপাশের শহরতলি এলাকাতেও বৃষ্টি নেমেছে। কর্মব্যস্ত তথ্য প্রযুক্তি নগরী সল্টলেক সেক্টর ফাইভে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বিকেলে। উত্তর ২৪ পরগনা ও হাওড়াতেও কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টিতে কিছুক্ষণের জন্য হলেও গরমের দাপট থেকে নিস্তার মিলেছে। বৃষ্টি নেমেছে মুর্শিদাবাদেও।
হাওয়া অফিস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আজ বিকেলে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি নামতে পারে। এই জেলাগুলিতে শুক্রবার বিকেলের জন্য বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা হয়ে রয়েছে। বীরভূমেও দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশে হালকা মেঘ জমতে শুরু করেছে। সঙ্গে সামান্য ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে বীরভূমের বেশ কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় এদিন বিকেলে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়-বৃষ্টির সময়ে বজ্রপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই কারণে বৃষ্টির সময়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে আগামী সোমবারের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই তিন জেলাতেই ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্তও বৃষ্টি হতে পারে। আগামিকালও এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ – ১৫ জুন পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং জেলাতেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।