Weather Update: স্লগ ওভারে বর্ষা, শিলিগুড়িতে পারদ চড়ল ৩৯, উত্তরের কাছে হার মানল পশ্চিমের জেলা

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 07, 2023 | 10:14 AM

Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে।

Weather Update: স্লগ ওভারে বর্ষা, শিলিগুড়িতে পারদ চড়ল ৩৯, উত্তরের কাছে হার মানল পশ্চিমের জেলা
ঘামে ভিজছে তিলোত্তমা

Follow Us

কমলেশ চৌধুরী

কলকাতা: নিম্নচাপের জেরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করছেন আবহবীদরা। কারণ বঙ্গোপসাগরে শক্তি হারিয়েছে নিম্নচাপ। এর পরোক্ষ প্রভাবের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষিণে বৃষ্টি হলেও প্রবল গরম উত্তরবঙ্গে। স্বাভাবিকের তুলনায় ৫-৬ ডিগ্রি উপরে পৌঁছেছে দিনের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে। আবহবিদরা বলছেন, মৌসুমি অক্ষরেখা দক্ষিণে সরেছে। সেই কারণে বৃষ্টি কমছে। আর বৃষ্টি কম হওয়ার জন্যই নাজেহাল উত্তরবঙ্গ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির পারদ পৌঁছেছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়ির তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি, কোচবিহারের তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি। পরিত্রাণ নেই পাহাড়েও। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। কালিম্পংয়ে আরও গরম। পারদ পৌঁছেছে ২৮ ডিগ্রিতে। বলা বাহুল্য, উত্তরের তুলনায় অনেক কম তাপমাত্রা বাঁকুড়া, পুরুলিয়ায়।

এ দিকে, দক্ষিণবঙ্গে আজও মেঘলা আকাশ। কোথাও-কোথাও বজ্রবিদ্য়ুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগমিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা। আগামী দু থেকে তিনদিন একই রকম তাপমাত্রা বজায় থাকবে। শনি ও রবিবার থেকে বাড়বে গরম।কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯.৯ মিলিমিটার।

Next Article