West Bengal By-Polls Result 2024 Live: একের পর এক আসনে বড় জয়, রাজ্যজুড়ে তুমুল উল্লাস ঘাসফুল শিবিরের

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: জয়দীপ দাস

Nov 23, 2024 | 12:39 PM

Assembly By-Election Results 2024 LIVE Counting and Updates: বাংলার ছয় কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে গত ১৩ নভেম্বর। ঠিক ১০ দিন পর ফল প্রকাশ হচ্ছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৬৩ ধারা।

West Bengal By-Polls Result 2024 Live: একের পর এক আসনে বড় জয়, রাজ্যজুড়ে তুমুল উল্লাস ঘাসফুল শিবিরের
আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মীরা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

LIVE NEWS & UPDATES

  • 23 Nov 2024 12:39 PM (IST)

    হাড়োয়ায় বড় জয় তৃণমূলের

    রাজ্যে ছয়টি উপনির্বাচনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। তিনি বামসমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজিকে ১ লক্ষ ৩১ হাজার ২৮৪ ভোট ভোটে পরাজিত করলেন।

  • 23 Nov 2024 11:14 AM (IST)

    ৪৮,৮৭৯ ভোটে তৃণমূলের জয় নৈহাটিতে

    নৈহাটি উপনির্বাচনের গণনা শেষ। দশম রাউন্ডের গণনা সম্পূর্ণ হওয়ার পর তৃণমূল প্রার্থী সনদ দে ৪৮,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর প্রার্থী বলেন, “এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।”


  • 23 Nov 2024 10:22 AM (IST)

    By-Election Update: বাড়ছে তৃণমূলের ব্যবধান

    • অষ্টম রাউন্ড শেষে ৪০৪৩৬ ভোটে এগিয়ে নৈহাটি বিধান সভার তৃনমুল প্রার্থী সনৎ দে।
    • সিতাই বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬০৫৯৩ ভোটে এগিয়ে।
    • মেদিনীপুর পঞ্চম রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ১৩৭১৬ ভোটে।
    • হাড়োয়ায় ৫ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৫২,৫৯৭ ভোটে।
  • 23 Nov 2024 09:38 AM (IST)

    By-Election: প্রায় সব কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

    • পঞ্চম রাউন্ড শেষে ২৪,৬১১ ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী সনৎ দে।
    • হাড়োয়া বিধানসভায় ২৩,০৮৪ ভোটে এগিয়ে তৃণমূল।
    • সিতাইতে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ২৯ হাজারের বেশি ভোটে।
  • 23 Nov 2024 09:09 AM (IST)

    বড় মার্জিনে জেতার আশা সাংসদের

    প্রথম রাউন্ডের গণনার পর তৃণমূলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, বড় মার্জিনে জিতব বলেই আশা করছি। সিতাই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। লোকসভা ভোটে লড়ার জন্য সেই পদ ছাড়তে হয় তাঁকে। সেই কেন্দ্রেই আজ উপ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে।


  • 23 Nov 2024 08:49 AM (IST)

    নৈহাটি, হাড়োয়ায় এগিয়ে TMC

    নৈহাটি দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল ৮৮৫৩ ভোটে এগিয়ে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে পোস্টাল ভোটেও এগিয়ে তৃণমূল।

  • 23 Nov 2024 07:51 AM (IST)

    মেদিনীপুরে ত্রিস্তরীয় নিরাপত্তা

    মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা আজ । সকাল থেকেই মেদনীপুর বিধানসভার গণনা কেন্দ্র অর্থাৎ মেদিনীপুর কলেজের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা। ইতিমধ্যেই গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রবেশ করেছে কাউন্টিং এজেন্টরাও। দুটি হল ঘরে ১৮ টা টেবিলে ৩০৪টি বুথের গণনা হবে। তাছাড়া একটি টেবিলে পি ভি প্যাড এবং একটি টেবিলে পোস্টাল ব্যালটের গণনা হবে।

  • 23 Nov 2024 07:11 AM (IST)

    সন্ত্রাসের অভিযোগ উঠেছিল হাড়োয়ায়, হাজি নুরুলের কেন্দ্র নিয়ে বাড়ছে জল্পনা

    গত ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের দিন সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই কেন্দ্রের ৩৭টি বুথে পুনরায় নির্বাচনের দাবিও জানিয়েছিল আইএসএফ। তবে সেই দাবি মান্যতা পায়নি। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম। বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, জয়ীও হন। তবে যদিও মাসখানেক আগে তিনি প্রয়াত হয়েছেন।

    মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে হাড়োয়ায়। ২০টি গণনা টেবিলে থাকছেন মোট ২৪০ জন গণনা কর্মী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি, কংগ্রেসের প্রার্থী হাবিব রেজা চৌধুরী ও বিজেপির প্রার্থী বিমল দাস।

  • 23 Nov 2024 07:07 AM (IST)

    By Election Result: নিরাপত্তায় মুড়ে ফেলা হল বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে

    নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হবে ভোট গণনা। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর। এছাড়াও স্টেডিয়ামের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজনৈতিক দলের এজেন্টরা একে একে ভিতরে প্রবেশ করছে। মোট ১০ রাউন্ড গণনা চলবে। স্টেডিয়ামের ভিতরে এক কোম্পানি ফোর্স এবং বাইরে প্রায় ৩০০-র বেশি পুলিশ মোতায়ন করা রয়েছে।

  • 23 Nov 2024 05:46 AM (IST)

    ছয় বিধানসভা কেন্দ্রে ভাগ্যপরীক্ষা প্রার্থীদের

    রাজ্যের মোট ছ’টি কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে শনিবার। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে। ভোটগণনার জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রের ২০০ মিটারের জারি থাকছে ১৬৩ ধারা।

চলতি বছরেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। দিল্লির মসনদে নরেন্দ্র মোদী ফিরলেও বাংলার ছবিতে কোনও বদল হয়নি। ঘাসফুলের জয়জয়কার দেখেছে বাংলা। সেই ফল প্রকাশের কয়েক মাস পরই বাংলায় সম্পন্ন হল উপ নির্বাচন। আজ, শনিবার সেই ভোটেরই ফল প্রকাশ। গত কয়েক মাসে প্রতিবাদ-আন্দোলনে মুখর হয়েছে বাংলা, ভোটে কি তার কোনও প্রভাব পড়ল? নজর থাকবে ফল প্রকাশের সব আপডেটে।