বাতিল হোক স্বপন দাশগুপ্তের সাংসদ পদ, টুইটে নিশানা মহুয়ার

সৈকত দাস |

Mar 15, 2021 | 11:13 PM

স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) মনোনীত সাংসদ, তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেননি, তাই ভোটে লড়ার আগে তাঁর সাংসদ পদ বাতিলের দাবি মহুয়া মৈত্রের (Mahua Moitra)

বাতিল হোক স্বপন দাশগুপ্তের সাংসদ পদ, টুইটে নিশানা মহুয়ার
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

পশ্চিমবঙ্গ: বিজেপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে আগেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হওয়ার জন্য সংবিধানের অনুচ্ছেদ তুলে ধরে স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) রাজ্যসভার সাংসদ পদ বাতিলের দাবি করলেন কৃষ্ণনগরের সাংসদ।

সোমবার রাতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে মহুয়া লেখেন, বাংলার নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। সংবিধানের দশম অনুচ্ছেদ বলছে, রাজ্যসভা মনোনীত সাংসদের পদ বাতিল করতে হবে যদি শপথ গ্রহণের ৬ মাস পর তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেন। এর পর মহুয়া দাবি করেছেন ২০১৬ সালের এপ্রিল মাসে তিনি সাংসদ। এবং এখনও বহাল রয়েছেন। সুতরাং, বিজেপিতে যোগ দেওয়ার জন্য এখন তাঁর রাজ্যসভার সাংসদ পদ বাতিল করতে হবে বলে দাবি তৃণমূল সাংসদের। এই টুইটের সঙ্গে আবার সংবিধানের দশম অনুচ্ছেদের একটি পৃষ্ঠাও তুলে ধরেছেন মহুয়া।

পরে আর একটি টুইটে লেখেন, রাজ্যসভার ওয়েবসাইটও বলছে স্বপন দাশগুপ্ত মনোনীত সাংসদ। তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেননি। তাই তিনি যদি বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন, আগে রাজ্যসভার সাংসদ পদ বাতিল হওয়া উচিত।

প্রসঙ্গত, রবিবার দুপুরে দুপুরে বাংলার তৃতীয় ও চতুর্থ দফা ভোটের জন্য ৬৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। তাতে দেখা যায় মোট চার সাংসদকে বিধানসভা ভোটের লড়াইয়ে নামিয়েছে গেরুয়া শিবির। এঁরা হলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দিনহাটা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বিজেপি সূত্রে খবর, বক্তৃতায় ও এলাকায় জনপ্রিয়তার দিকে খেয়াল রেখেই একাধিক আসনে দাঁড় করানো হয়েছে এই সাংসদদের। তবে জানা গিয়েছে, তারকেশ্বর কেন্দ্র থেকে যে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে, তাঁর রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে সামনের বছর। কিন্তু তার আগেই একুশের ভোটের লড়াইয়ের জন্য তাঁকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

এদিকে রবিবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই গেরুয়া শিবিরকে নিশানা করে মহুয়া লেখেছিলেন, ‘ধাপে ধাপে করে প্রার্থীদের নাম ঘোষণার নাটকটা বেশ পছন্দ হচ্ছে।’ তাঁর আরও দাবি, ২৯৪টি আসনে প্রার্থী ঘোষণা করার জন্য যোগ্য নেতা নেই গেরুয়া শিবিরের কাছে।

আরও পড়ুন: জ্ঞানেশ্বরীকাণ্ডে মমতার ‘মদত’! বিজেপির দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে ওড়ালেন ছত্রধর

এদিনের মহুয়ার টুইটের প্রেক্ষিতে স্বপন দাশুগুপ্তের প্রতিক্রিয়া, “নির্বাচনে প্রচারে ব্যস্ত রয়েছি। কে কী বলল তা নিয়ে ভেবে লাভ নেই। ‌আসল জায়গা থেকে জানতে চাইলে, উওর দেব।”

Next Article