WB By-Election: ৬ মাসে হাওয়া বদল, ৩ কেন্দ্রে বিজেপির জামানত জব্দ! হারের মাঝে সান্ত্বনা কেবল শান্তিপুরে
By Election Results: দিনহাটা (Dinhata), খড়দহ (Khardaha), গোসাবা (Gosaba), শান্তিপুর (Shantipur) উপনির্বাচনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপি (BJP)। খড়দহ, দিনহাটা এবং গোসাবা- এই তিন কেন্দ্রে জামানত জব্দ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের।
রাজ্য: দিনহাটা (Dinhata), খড়দহ (Khardaha), গোসাবা (Gosaba), শান্তিপুর (Shantipur) উপনির্বাচনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপি (BJP)। খড়দহ, দিনহাটা এবং গোসাবা- এই তিন কেন্দ্রে জামানত জব্দ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের।
মাত্র ৫৭ ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবার রেকর্ড গড়লেন। উপনির্বাচনে তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৯ হাজার ৫৭৫ ভোট। বিজেপির অশোক মণ্ডল, যাঁর কাছে একসময় হারতে হয়েছিল উদয়নকে, তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৮৬টি ভোট। সব মিলিয়ে উদয়নের জয়ের মার্জিন ১ লক্ষ ৬৪ হাজার ৮৯ ভোট। মোট ভোটের ৮৬ শতাংশ পেয়েছেন উদয়নই।
খড়দহ কেন্দ্রেও বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৮৬টি ভোট। বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন মাত্র ২০ হাজার ২৫৪ টি ভোট। আর সিপিএম পেয়েছে ১৬ হাজার ১১০ ভোট। তাঁর জয়ের মার্জিন ৯৩ হাজার ৮৩২ ভোট।
অন্যদিকে গোসাবাতেও হোয়াইট ওয়াশ হয়েছে বিজেপি। জব্দ হয়েছে জামানত। তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট। বিজেপি মাত্র ১৮ হাজার ৪২৩টি ভোট। তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ১ লক্ষ ৪৩ হাজার ৫১ টি ভোট।
যে শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলাদেশের ঘটনার পর তিন গুণ বেশি ভোটে জিতবেন তাঁরা, একুশের ভোটে সেই জয় পাওয়া কেন্দ্রেও ভরাডুবি আটকানো যায়নি। বিজেপি প্রার্থী নীলাঞ্জন বিশ্বাস পেয়েছেন ৪৭ হাজার ৪১২ ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর ঘোষ পেয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৮৭টি ভোট। বিজেপি প্রার্থীকে ৬৪ হাজার ৬৭৫ ভোটে পরাজিত করেন তিনি।
এদিকে তিন কেন্দ্রে জামানত জব্দের পর বিজেপি নেতৃত্বের দাবি, সন্ত্রাসকে হাতিয়ার করে এবং ভোটিং মেশিনারিকে কাজে লাগিয়ে জয় পেয়েছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, মানুষ বোকা নয়। উপনির্বাচনে কীভাবে দেড় লাখ ভোটের ব্যবধান হয় সে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষও। উল্লেখ্য, একুশের ভোটের ফলাফলে এই চার কেন্দ্রের দুটিতে জয় পায় তৃণমূল এবং বিজেপি দুই। কিন্তু উপনির্বাচনে ৪-০ করে জয় পেল তৃণমূল। দিলীপ ঘোষের দাবি, গোসাবা বা দিনহাটায় নিজেদের গণতান্ত্রিক অধিকারই প্রয়োগ করতে পারেনি মানুষ। তাই শোভনদেবের চেয়েও রেকর্ড ভোটে জেতেন উদয়ন গুহ কিংবা সুব্রত মণ্ডল। তাঁরা কি শোভনদেবের চেয়ে বড় এবং জনপ্রিয় নেতা ছিলেন? প্রশ্ন দিলীপের।
এদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘বিজেপি একটা হাওয়া। কেন্দ্রের জনবিরোধী নেতা, ব্যক্তি কুৎসা, তৃণমূলের উন্নয়ন সবটার প্রতিফলন পড়েছে এই ভোটে।’