উত্তর ২৪ পরগনা, নদিয়ায় সংক্রমণ এখনও লাগামছাড়া, দেখুন করোনার জেলাওয়াড়ি ছবি

May 23, 2021 | 9:52 PM

রবিবার নতুন করে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। মৃত্যু হয়েছে ১৫৬ জনের।

উত্তর ২৪ পরগনা, নদিয়ায় সংক্রমণ এখনও লাগামছাড়া, দেখুন করোনার জেলাওয়াড়ি ছবি
অলঙ্করণ-অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: লাগামছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে মরণ-গ্রাফও ভাবাচ্ছে। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৩ জন। সুস্থ হয়েছেন ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

কোচবিহার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৬ জন। সুস্থ হয়েছেন ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দার্জিলিং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩১ জন। সুস্থ হয়েছেন ৬৬১ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কালিম্পং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। সুস্থ হয়েছেন ৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

জলপাইগুড়ি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬২ জন। সুস্থ হয়েছেন ৪৫৬ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। সুস্থ হয়েছেন ২৬৩ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

মালদহ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। সুস্থ হয়েছেন ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

মুর্শিদাবাদ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫ জন। সুস্থ হয়েছেন ৪১১ জন। গত একদিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

নদিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯৫ জন। সুস্থ হয়েছেন ১০৪১ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বীরভূম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৫ জন। সুস্থ হয়েছেন ৪৯৩ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পুরুলিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

বাঁকুড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৯ জন। সুস্থ হয়েছেন ৫৫৯ জন। গত একদিনে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন: বাংলায় একদিনে আক্রান্ত ১৮ হাজার ৪২২, মৃত ১৫৬

ঝাড়গ্রাম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৩ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১৫ জন। সুস্থ হয়েছেন ৭৬০ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮০ জন। সুস্থ হয়েছেন ৮৫৪ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পূর্ব বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১২ জন। সুস্থ হয়েছেন ৬০২ জন। গত একদিনে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।

পশ্চিম বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬৩ জন। সুস্থ হয়েছেন ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

হাওড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩৯ জন। সুস্থ হয়েছেন ১১৬৩ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হুগলি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১২ জন। সুস্থ হয়েছেন ১১৮৬ জন। গত একদিনে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৭১ জন। সুস্থ হয়েছেন ৪০৩৬ জন। গত একদিনে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪৮ জন। সুস্থ হয়েছেন ১২৩৮ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কলকাতা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৫৬ জন। সুস্থ হয়েছেন ৩৬৯৭ জন। গত একদিনে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

অন্যদিকে, রবিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। মৃত্যু হয়েছে ১৫৬ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন।

Next Article