দাউদাউ আগুন দার্জিলিঙে! কালো ধোঁয়ায় ঢাকল শৈলশহর

tista roychowdhury |

Mar 04, 2021 | 8:30 PM

দার্জিলিংয়ের হোটেলে আগুন। উদ্ধার কার্যে সেনা জওয়ান ও দমকল কর্মীরা।

দাউদাউ আগুন দার্জিলিঙে! কালো ধোঁয়ায় ঢাকল শৈলশহর
নিজস্ব চিত্র

Follow Us

দার্জিলিং: আচমকা আগুন দার্জিলিঙের ম্যাল সংলগ্ন একটি রেস্তোরাঁয়। দাউদাউ আগুনে পুড়ছে  সাংগ্রিলার  একটি ঘর। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে ম্যালের চারপাশ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তৎপর দমকল। চলছে উদ্ধার কাজ। কতজন আটকে আছেন তা নিশ্চিত নয়। সেনা জওয়ানরাও হাত লাগিয়েছেন উদ্ধারকার্যে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

প্রাথমিক তদন্তের পর দমকলের অনুমান,  রেস্তোরাঁর রান্নাঘরের চিমনি থেকে এই আগুন লাগে। কাঠের তৈরি  হওয়ায় ও উত্তুরে হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকলকেই  ঘটনাস্থল থেকে বের করে আনা হয়েছে। হতাহতের কোনও  খবর নেই। সাংগ্রিলা  দার্জিলিঙের অন্যতম পুরনো জনপ্রিয় রেস্টুরেন্ট  বলেই পরিচিত।

অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো আতঙ্কিত পর্যটকরা। কাঠের তৈরি এই বিখ্যাত জনপ্রিয় বার কাম রেস্তোরাঁয় কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এত বড় হোটেলে কেন কোনও অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: কালো টাকায় কড়া নজরদারি কমিশনের, কেন্দ্রীয় বাহিনীর চিরুনি তল্লাশি চলছে শিলিগুড়িতে

 

 

Next Article