একুশের বঙ্গ যুদ্ধের কাউন্টডাউন (West Bengal Assembly Election 2021) শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট হবে ২৭ মার্চ। এবার ভোটগ্রহণ আট দফায়। তার আগে TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’ মিলে যৌথভাবে এই সমীক্ষা চালিয়ে তৈরি করেছে পশ্চিমবঙ্গ ভোটের ওপিনিয়ন পোল (West Bengal Election Opinion Poll)। রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের উপর সমীক্ষা চালিয়ে এই বিশ্লেষণ ভিত্তিক অনুমান তুলে ধরা হবে দর্শকদের সামনে। এই ওপিনিয়ন পোলে মোট ১০ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে টেলিফোনের মাধ্যমে। ওপিনিয়ন পোল কখনই ফলাফলের প্রতিবিম্ব তুলে ধরবে না। তবে এর মাধ্যমে কিছুটা হলেও আভাস পাওয়া যায় কী ভাবছে বাংলা? কোনদিকেই বা ঝুঁকছে বাংলার মানুষের মন।
কোন দল পশ্চিমবঙ্গে সব থেকে বেশি উন্নয়ন করতে পারে? সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে বিজেপি সমর্থকদের ২৬.৯ শতাংশ বলছেন যে, তৃণমূলই বাংলার সবচেয়ে বেশি উন্নয়ন করতে পারে। তবে এই সমর্থকদের ৬৬ শতাংশ বলছেন যে তাঁদের দলই প্রকৃত উন্নয়ন করতে পারে। বিজেপি সমর্থকদের মধ্যে আবার ৪.৯ শতাংশ মনে করেন বামেরা সবচেয়ে ভাল উন্নয়ন করতে পারে বাংলায়।
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে কী বলছেন তৃণমূল সমর্থকরা? Tv9 বাংলার ওপিনিয়ন পোলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন ৭৯.৮ শতাংশ তৃণমূল সমর্থক। আবার তৃণমূলের ৯ শতাংশ মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের পক্ষে রায় দিয়েছেন। এছাড়া তৃণমূলের ৩.২ শতাংশ সৌরভ গাঙ্গুলিকে, ১.৯ শতাংশ শুভেন্দু অধিকারীকে, ১.৬ শতাংশ অধীর চৌধুরীকে এবং ২.৬ শতাংশ মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে পছন্দ করছেন।
বাংলায় কোন দল পশ্চিমবঙ্গে সব থেকে বেশি উন্নয়ন করতে পারে? সমীক্ষায় এই প্রশ্নের জবাবে বিজেপি সমর্থকদের ২৬.৯ শতাংশ বলছেন যে, তৃণমূলই বাংলার সবচেয়ে বেশি উন্নয়ন করতে পারে। তবে এই সমর্থকদের ৬৬ শতাংশ বলছেন যে তাঁদের দলই প্রকৃত উন্নয়ন করতে পারে। বিজেপি সমর্থকদের মধ্যে আবার ৪.৯ শতাংশ মনে করেন বামেরা সবচেয়ে ভাল উন্নয়ন করতে পারে বাংলায়।
আপনার কী মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তথাকথিত আক্রমণে তৃণমূলের কী সুবিধা হয়েছে? ওপিনিয়ন পোলে এই প্রশ্নের প্রতিক্রিয়ায় বিজেপির ২৩.৫ শতাংশ মনে করেন, হ্যাঁ, এতে তৃণমূলকেই সুবিধা করে দেওয়া হয়েছে। ৬৪.২ শতাংশ পার্টি সমর্থক অবশ্য এমনটা মনে করেন। ১২.৩ শতাংশ জানিয়েছে, ‘বলতে পারব না’।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ কে? Tv9 বাংলার ওপিনিয়ন পোলে উঠে এসেছে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। এমনটা মনে করছেন ৫১.৮ শতাংশ মানুষ। মুখ্যমন্ত্রী হিসাবে দিলীপ ঘোষের পক্ষে রায় দিয়েছেন ২৪.১ শতাংশ। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য মনে করেন ৫.২ শতাংশ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গ্রহণযোগ্য মনে করেন ৪.৬ শতাংশ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য মনে করছেন ৪.১ শতাংশ। যদি সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে আসেন তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য বলে মনে করেন ৭.৯ শতাংশ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে বেশি গ্রহণযোগ্য? কী বলছেন বামেরা? ওপিনিয়ন পোলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই বেশি গ্রহণযোগ্য, এমনটা বলেছেন ৩৪.৩ শতাংশ বাম সমর্থক। আবার বাম সমর্থকদের ১৪.৫ শতাংশ মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে অধিক গ্রহণযোগ্য মুখ দিলীপ ঘোষ। ৭ শতাংশ আবার মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে এবার গ্রহণযোগ্য মুখের নাম অধীর চৌধুরী। মিঠুন চক্রবর্তীর পক্ষে মত দিয়েছেন ২.৩ শতাংশ।
বিজেপি সমর্থকদের ২৫.১ শতাংশ মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্য মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৩.৩ শতাংশের ভোট গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পক্ষে। শুভেন্দু অধিকারীকে চাইছেন বিজেপির মাত্র ৮ শতাংশ। মুখ্যমন্ত্রী হিসেবে মিঠুনের পক্ষে বিজেপি সমর্থকদের ৭.৩ শতাংশ মত দিয়েছেন। আবার বিজেপি সমর্থকদের ১.২ শতাংশ মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্যতা বেশি। এছাড়া সৌরভ গাঙ্গুলির জন্য ১২.৬ শতাংশ এবং অন্যান্য মুখের পক্ষে মত দিয়েছেন ২.৫ শতাংশ।
তৃণমূল সমর্থকদের মধ্যে ৭৯.৮ শতাংশের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই গ্রহণযোগ্য। তৃণমূলেরই ৮.৯ শতাংশ সমর্থক মনে করেন যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য। শুভেন্দু অধিকারীর পক্ষে রায় দিয়েছেন ১.৯ শতাংশ। ২.৬ শতাংশ মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য মিঠুন চক্রবর্তী। তৃণমূলেরই ১.৬ শতাংশ সমর্থক বলছেন মুখ্যমন্ত্রী গ্রহণযোগ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অন্যান্য পার্টির সমর্থকদের ৪৫.১ শতাংশ মনে করছেন নন্দীগ্রামে জিতবে তৃণমূলই। ৩৪.১ শতাংশ মত দিচ্ছেন বিজেপির পক্ষে এবং ২০.৯ শতাংশ মনে করছেন নন্দীগ্রামের হাই ভোল্টেজ সিটে মাত করবে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী।
মমতা, শুভেন্দু? নাকি মীনাক্ষী? নন্দীগ্রামে বাজিমাত করবে কে? বামফ্রন্ট সমর্থকদের ৩৪.৭ শতাংশের মতে, নন্দীগ্রামে জেতার সম্ভাবনা রয়েছে তাদের। বিজেপির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ৩৪.৭ শতাংশ। আবার ৩০.৬ শতাংশ মনে করছেন, তৃণমূল জিতবে নন্দীগ্রামে।
মমতা নাকি শুভেন্দু? তৃণমূল কংগ্রেস সমর্থকদের ৬৭ শতাংশের মতে, নন্দীগ্রামে জেতার সম্ভাবনা রয়েছে তাদের। বিজেপির সম্ভাবনা রয়েছে ২৭.৩ শতাংশ। আবার তাঁদের মধ্যে ৫.৭ শতাংশ মনে করছেন, তৃণমূল বা বিজেপি নয়, নন্দীগ্রামে জিতবে সংযুক্ত মোর্চা।
নন্দীগ্রামে কে জিতবে? আপনার কী মনে হয়? কংগ্রেস সমর্থকেরা বলছেন, তৃণমূলের জেতার সম্ভাবনা ৪৭.৮ শতাংশ। বিজেপির ৩৭ শতাংশ। আবার তাঁদের মাত্র ১৫.২ শতাংশ মনে করছেন ,সংযুক্ত মোর্চার জয়লাভের সম্ভাবনা রয়েছে নন্দীগ্রামে।
কার পাল্লা ভারী নন্দীগ্রামে? মমতা নাকি শুভেন্দু? বামেরা কোন জায়গায়? বিজেপি সমর্থকেরা বলছেন, তৃণমূলের জেতার সম্ভাবনা ৩৬ শতাংশ। বিজেপির ৫৭.১ শতাংশ। আবার তাঁদের ৬.৯ শতাংশ মনে করছেন, সংযুক্ত মোর্চার জয়লাভের সম্ভাবনা রয়েছে নন্দীগ্রামে।
গোটা রাজ্য মনে করছে একুশের বিধানসভা ভোটে মোদী ফ্যাক্টর ২৮.৬ শতাংশ। মমতা ফ্যাক্টর ৩৯.৭ শতাংশ। মুসলিম ফ্যাক্টর রয়েছে ৬.৩ শতাংশ। বহিরাগত ফ্যাক্টর কাজ করবে ৪.৮ শতাংশ, দুর্নীতি ফ্যাক্টর ১৪.৪ শতাংশ এবং আইন শৃঙ্খলা ৬.৩ শতাংশ।
TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’-এর যৌথ জনমত সমীক্ষায় বামফ্রন্ট সমর্থকরা বলছেন, একুশের ভোটে মোদী ফ্যাক্টর কাজ করবে ১৯.৫ শতাংশ। মমতা ফ্যাক্টর ২৬.২ শতাংশ। মুসলিম ফ্যাক্টর কাজ করবে ১২.৭ শতাংশ, বহিরাগত ফ্যাক্টর ৮.১ শতাংশ। একুশের ভোটে দুর্নীতি ফ্যাক্টর কাজ করবে ২৯.৯ শতাংশ, আইন শৃঙ্খলা ৩.৬ শতাংশ, এমনটাই মনে করছেন বামফ্রন্ট সমর্থকরা।
ওপিনিয়ন পোলে প্রকাশ, বিজেপি সমর্থকরা মনে করেন বাংলার একুশের বিধানসভা মোদী ফ্যাক্টর কাজ করবে ৪৪.৪ শতাংশ। মমতা ফ্যাক্টর ২৩.৩ শতাংশ। মুসলিম ফ্যাক্টর ৪.৯ শতাংশ, বহিরাগত ফ্যাক্টর ৩.৬ শতাংশ। দুর্নীতি ফ্যাক্টর ১৬.৬ শতাংশ এবং আইন শৃঙ্খলা ফ্যাক্টর কাজ করছে ৭.২ শতাংশ
TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’-এর যৌথ জনমত সমীক্ষাটি হয় ১২ থেকে ১৫ মার্চ। ১০ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে।
এবারের ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? তৃণমূল সমর্থকরা বলছেন,
মোদী ফ্যাক্টর কাজ করবে ৪৪.৪ শতাংশ। মমতা ফ্যাক্টর কাজ করবে ৫৭.শতাংশ। এবারের ভোটে মুসলিম ফ্যাক্টর ৫.৮ শতাংশ। বহিরাগত ফ্যাক্টর কাজ করবে ৫.৩ শতাংশ। দুর্নীতি ফ্যাক্টর ৯.১ শতাংশ এবং আইন শৃঙ্খলা ৬ শতাংশ।
বাংলার সিংহাসনে কে? আর একটু পরে শুরু হতে চলেছে ওপিনিয়ন পোল। চোখ রাখুন…
বাংলার সিংহাসন দখলে কোন দল এগিয়ে কী বলছে সমীক্ষা? দেখুন tv9 ওপিনিয়ন পোল। আর কিছুক্ষণের মধ্যেই…
ব্যাটেল বেঙ্গল, কোন দল এগিয়ে? একুশের যুদ্ধে কার বাজিমাত? ভোটের আগেই হিসেবনিকেশ। চুলচেরা বিশ্লেষণ। দেখুন TV9 বাংলার ওপিনিয়ন পোল। বিকেল ৫টা
ভোটর সব খবর সবার আগে জানতে ক্লিক করুন: https://t.co/WHPSwzYdl8#WestBengalAssemblyElection2021 । #TV9OpinionPoll pic.twitter.com/J0OaamWW3y
— TV9 Bangla (@Tv9_Bangla) March 19, 2021
একুশের বঙ্গ যুদ্ধের কাউন্টডাউন (West Bengal Assembly Election 2021) শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট হবে ২৭ মার্চ। এবার ভোটগ্রহণ আট দফায়। তার আগে TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’ মিলে যৌথভাবে এই সমীক্ষা চালিয়ে তৈরি করেছে পশ্চিমবঙ্গ ভোটের ওপিনিয়ন পোল (West Bengal Election Opinion Poll)। রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের উপর সমীক্ষা চালিয়ে এই বিশ্লেষণ ভিত্তিক অনুমান তুলে ধরা হবে দর্শকদের সামনে। এই ওপিনিয়ন পোলে মোট ১০ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে টেলিফোনের মাধ্যমে। ওপিনিয়ন পোল কখনই ফলাফলের প্রতিবিম্ব তুলে ধরবে না। তবে এর মাধ্যমে কিছুটা হলেও আভাস পাওয়া যায় কী ভাবছে বাংলা? কোনদিকেই বা ঝুঁকছে বাংলার মানুষের মন।
কোন দল পশ্চিমবঙ্গে সব থেকে বেশি উন্নয়ন করতে পারে? সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে বিজেপি সমর্থকদের ২৬.৯ শতাংশ বলছেন যে, তৃণমূলই বাংলার সবচেয়ে বেশি উন্নয়ন করতে পারে। তবে এই সমর্থকদের ৬৬ শতাংশ বলছেন যে তাঁদের দলই প্রকৃত উন্নয়ন করতে পারে। বিজেপি সমর্থকদের মধ্যে আবার ৪.৯ শতাংশ মনে করেন বামেরা সবচেয়ে ভাল উন্নয়ন করতে পারে বাংলায়।
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে কী বলছেন তৃণমূল সমর্থকরা? Tv9 বাংলার ওপিনিয়ন পোলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন ৭৯.৮ শতাংশ তৃণমূল সমর্থক। আবার তৃণমূলের ৯ শতাংশ মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের পক্ষে রায় দিয়েছেন। এছাড়া তৃণমূলের ৩.২ শতাংশ সৌরভ গাঙ্গুলিকে, ১.৯ শতাংশ শুভেন্দু অধিকারীকে, ১.৬ শতাংশ অধীর চৌধুরীকে এবং ২.৬ শতাংশ মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে পছন্দ করছেন।
বাংলায় কোন দল পশ্চিমবঙ্গে সব থেকে বেশি উন্নয়ন করতে পারে? সমীক্ষায় এই প্রশ্নের জবাবে বিজেপি সমর্থকদের ২৬.৯ শতাংশ বলছেন যে, তৃণমূলই বাংলার সবচেয়ে বেশি উন্নয়ন করতে পারে। তবে এই সমর্থকদের ৬৬ শতাংশ বলছেন যে তাঁদের দলই প্রকৃত উন্নয়ন করতে পারে। বিজেপি সমর্থকদের মধ্যে আবার ৪.৯ শতাংশ মনে করেন বামেরা সবচেয়ে ভাল উন্নয়ন করতে পারে বাংলায়।
আপনার কী মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তথাকথিত আক্রমণে তৃণমূলের কী সুবিধা হয়েছে? ওপিনিয়ন পোলে এই প্রশ্নের প্রতিক্রিয়ায় বিজেপির ২৩.৫ শতাংশ মনে করেন, হ্যাঁ, এতে তৃণমূলকেই সুবিধা করে দেওয়া হয়েছে। ৬৪.২ শতাংশ পার্টি সমর্থক অবশ্য এমনটা মনে করেন। ১২.৩ শতাংশ জানিয়েছে, ‘বলতে পারব না’।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ কে? Tv9 বাংলার ওপিনিয়ন পোলে উঠে এসেছে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। এমনটা মনে করছেন ৫১.৮ শতাংশ মানুষ। মুখ্যমন্ত্রী হিসাবে দিলীপ ঘোষের পক্ষে রায় দিয়েছেন ২৪.১ শতাংশ। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য মনে করেন ৫.২ শতাংশ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গ্রহণযোগ্য মনে করেন ৪.৬ শতাংশ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য মনে করছেন ৪.১ শতাংশ। যদি সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে আসেন তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য বলে মনে করেন ৭.৯ শতাংশ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে বেশি গ্রহণযোগ্য? কী বলছেন বামেরা? ওপিনিয়ন পোলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই বেশি গ্রহণযোগ্য, এমনটা বলেছেন ৩৪.৩ শতাংশ বাম সমর্থক। আবার বাম সমর্থকদের ১৪.৫ শতাংশ মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে অধিক গ্রহণযোগ্য মুখ দিলীপ ঘোষ। ৭ শতাংশ আবার মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে এবার গ্রহণযোগ্য মুখের নাম অধীর চৌধুরী। মিঠুন চক্রবর্তীর পক্ষে মত দিয়েছেন ২.৩ শতাংশ।
বিজেপি সমর্থকদের ২৫.১ শতাংশ মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্য মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৩.৩ শতাংশের ভোট গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পক্ষে। শুভেন্দু অধিকারীকে চাইছেন বিজেপির মাত্র ৮ শতাংশ। মুখ্যমন্ত্রী হিসেবে মিঠুনের পক্ষে বিজেপি সমর্থকদের ৭.৩ শতাংশ মত দিয়েছেন। আবার বিজেপি সমর্থকদের ১.২ শতাংশ মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্যতা বেশি। এছাড়া সৌরভ গাঙ্গুলির জন্য ১২.৬ শতাংশ এবং অন্যান্য মুখের পক্ষে মত দিয়েছেন ২.৫ শতাংশ।
তৃণমূল সমর্থকদের মধ্যে ৭৯.৮ শতাংশের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই গ্রহণযোগ্য। তৃণমূলেরই ৮.৯ শতাংশ সমর্থক মনে করেন যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য। শুভেন্দু অধিকারীর পক্ষে রায় দিয়েছেন ১.৯ শতাংশ। ২.৬ শতাংশ মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য মিঠুন চক্রবর্তী। তৃণমূলেরই ১.৬ শতাংশ সমর্থক বলছেন মুখ্যমন্ত্রী গ্রহণযোগ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অন্যান্য পার্টির সমর্থকদের ৪৫.১ শতাংশ মনে করছেন নন্দীগ্রামে জিতবে তৃণমূলই। ৩৪.১ শতাংশ মত দিচ্ছেন বিজেপির পক্ষে এবং ২০.৯ শতাংশ মনে করছেন নন্দীগ্রামের হাই ভোল্টেজ সিটে মাত করবে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী।
মমতা, শুভেন্দু? নাকি মীনাক্ষী? নন্দীগ্রামে বাজিমাত করবে কে? বামফ্রন্ট সমর্থকদের ৩৪.৭ শতাংশের মতে, নন্দীগ্রামে জেতার সম্ভাবনা রয়েছে তাদের। বিজেপির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ৩৪.৭ শতাংশ। আবার ৩০.৬ শতাংশ মনে করছেন, তৃণমূল জিতবে নন্দীগ্রামে।
মমতা নাকি শুভেন্দু? তৃণমূল কংগ্রেস সমর্থকদের ৬৭ শতাংশের মতে, নন্দীগ্রামে জেতার সম্ভাবনা রয়েছে তাদের। বিজেপির সম্ভাবনা রয়েছে ২৭.৩ শতাংশ। আবার তাঁদের মধ্যে ৫.৭ শতাংশ মনে করছেন, তৃণমূল বা বিজেপি নয়, নন্দীগ্রামে জিতবে সংযুক্ত মোর্চা।
নন্দীগ্রামে কে জিতবে? আপনার কী মনে হয়? কংগ্রেস সমর্থকেরা বলছেন, তৃণমূলের জেতার সম্ভাবনা ৪৭.৮ শতাংশ। বিজেপির ৩৭ শতাংশ। আবার তাঁদের মাত্র ১৫.২ শতাংশ মনে করছেন ,সংযুক্ত মোর্চার জয়লাভের সম্ভাবনা রয়েছে নন্দীগ্রামে।
কার পাল্লা ভারী নন্দীগ্রামে? মমতা নাকি শুভেন্দু? বামেরা কোন জায়গায়? বিজেপি সমর্থকেরা বলছেন, তৃণমূলের জেতার সম্ভাবনা ৩৬ শতাংশ। বিজেপির ৫৭.১ শতাংশ। আবার তাঁদের ৬.৯ শতাংশ মনে করছেন, সংযুক্ত মোর্চার জয়লাভের সম্ভাবনা রয়েছে নন্দীগ্রামে।
গোটা রাজ্য মনে করছে একুশের বিধানসভা ভোটে মোদী ফ্যাক্টর ২৮.৬ শতাংশ। মমতা ফ্যাক্টর ৩৯.৭ শতাংশ। মুসলিম ফ্যাক্টর রয়েছে ৬.৩ শতাংশ। বহিরাগত ফ্যাক্টর কাজ করবে ৪.৮ শতাংশ, দুর্নীতি ফ্যাক্টর ১৪.৪ শতাংশ এবং আইন শৃঙ্খলা ৬.৩ শতাংশ।
TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’-এর যৌথ জনমত সমীক্ষায় বামফ্রন্ট সমর্থকরা বলছেন, একুশের ভোটে মোদী ফ্যাক্টর কাজ করবে ১৯.৫ শতাংশ। মমতা ফ্যাক্টর ২৬.২ শতাংশ। মুসলিম ফ্যাক্টর কাজ করবে ১২.৭ শতাংশ, বহিরাগত ফ্যাক্টর ৮.১ শতাংশ। একুশের ভোটে দুর্নীতি ফ্যাক্টর কাজ করবে ২৯.৯ শতাংশ, আইন শৃঙ্খলা ৩.৬ শতাংশ, এমনটাই মনে করছেন বামফ্রন্ট সমর্থকরা।
ওপিনিয়ন পোলে প্রকাশ, বিজেপি সমর্থকরা মনে করেন বাংলার একুশের বিধানসভা মোদী ফ্যাক্টর কাজ করবে ৪৪.৪ শতাংশ। মমতা ফ্যাক্টর ২৩.৩ শতাংশ। মুসলিম ফ্যাক্টর ৪.৯ শতাংশ, বহিরাগত ফ্যাক্টর ৩.৬ শতাংশ। দুর্নীতি ফ্যাক্টর ১৬.৬ শতাংশ এবং আইন শৃঙ্খলা ফ্যাক্টর কাজ করছে ৭.২ শতাংশ
TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’-এর যৌথ জনমত সমীক্ষাটি হয় ১২ থেকে ১৫ মার্চ। ১০ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে।
এবারের ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? তৃণমূল সমর্থকরা বলছেন,
মোদী ফ্যাক্টর কাজ করবে ৪৪.৪ শতাংশ। মমতা ফ্যাক্টর কাজ করবে ৫৭.শতাংশ। এবারের ভোটে মুসলিম ফ্যাক্টর ৫.৮ শতাংশ। বহিরাগত ফ্যাক্টর কাজ করবে ৫.৩ শতাংশ। দুর্নীতি ফ্যাক্টর ৯.১ শতাংশ এবং আইন শৃঙ্খলা ৬ শতাংশ।
বাংলার সিংহাসনে কে? আর একটু পরে শুরু হতে চলেছে ওপিনিয়ন পোল। চোখ রাখুন…
বাংলার সিংহাসন দখলে কোন দল এগিয়ে কী বলছে সমীক্ষা? দেখুন tv9 ওপিনিয়ন পোল। আর কিছুক্ষণের মধ্যেই…
ব্যাটেল বেঙ্গল, কোন দল এগিয়ে? একুশের যুদ্ধে কার বাজিমাত? ভোটের আগেই হিসেবনিকেশ। চুলচেরা বিশ্লেষণ। দেখুন TV9 বাংলার ওপিনিয়ন পোল। বিকেল ৫টা
ভোটর সব খবর সবার আগে জানতে ক্লিক করুন: https://t.co/WHPSwzYdl8#WestBengalAssemblyElection2021 । #TV9OpinionPoll pic.twitter.com/J0OaamWW3y
— TV9 Bangla (@Tv9_Bangla) March 19, 2021