ভোটের পরেও জারি সন্ত্রাস! খণ্ডঘোষে আগুনে পুড়ল বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগের তিরে বিদ্ধ তৃণমূল

tista roychowdhury |

Apr 20, 2021 | 3:13 PM

স্থানীয়রা জানিয়েছেন, আচমকা রাতে খড় পোড়ার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। কোনরকমে নিজেরাই তাঁরা জল দিয়ে আগুন নেভান। এক স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যেবেলা ঘটনাস্থলে কয়েকজনকে ঘুরতেও দেখা গিয়েছে। তবে তারা কারা তা জানা যায়নি। এলাকাবাসীর অনুমান, ওই দুষ্কৃতীরাই আগুন (Fire) লাগিয়েছে। আতঙ্কিত গ্রামবাসীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হতে পারত তাঁদের ঘরবাড়িও।

ভোটের পরেও জারি সন্ত্রাস! খণ্ডঘোষে আগুনে পুড়ল বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগের তিরে বিদ্ধ তৃণমূল
সেই ভস্মীভূত কার্যালয় ( আগে ও পরে), নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: নির্বাচন মিটে গিয়েছে পঞ্চম দফায়। দোরগোড়ায় ষষ্ঠ দফা। কিন্তু তবুও, শান্ত হয়নি পরিবেশ। ভোটের দিন থেকেই উত্তপ্ত ছিল খণ্ডঘোষ। সোমবার রাতে, বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে আগুন (Fire) লাগানোর অভিযোগ ওঠে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে।

গেরুয়া শিবিরের অভিযোগ, সোমবার রাতে খণ্ডঘোষের সাকো গ্রামে বিজেপির কার্যালয়ে আচমকা আগুন লাগতে দেখেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় দলীয় কার্যালয়। অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা এই আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয় বিজেপি নেতা যাদব বাগ বলেন, ”ভোটের দিন খণ্ডঘোষে নির্বাচনকে কেন্দ্র অশান্তি হয়। তৃণমূলের কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে। এমনকী অনেক কর্মীদের নামে মিথ্যা মামলাও করা হয়। সোমবার রাতে, সন্ত্রাস ছড়াতে ওরা আগুন লাগিয়ে দিয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, আচমকা রাতে খড় পোড়ার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। কোনরকমে নিজেরাই তাঁরা জল দিয়ে আগুন নেভান। এক স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যেবেলা ঘটনাস্থলে কয়েকজনকে ঘুরতেও দেখা গিয়েছে। তবে তারা কারা তা জানা যায়নি। এলাকাবাসীর অনুমান, ওই দুষ্কৃতীরাই আগুন (Fire) লাগিয়েছে। আতঙ্কিত গ্রামবাসীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হতে পারত তাঁদের ঘরবাড়িও। এমনকী মৃত্য়ু পর্যন্ত হওয়া অস্বাভাবিক ছিল না। খড়ের চালের কার্যালয় হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

যদিও এই হামলার কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির (TMC)। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জানান, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। তার জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

আরও পড়ুন: প্রচার শেষের পরেই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত নিমতা

Next Article