মালদা : ‘ভোটে গরম’ বাংলায় শাসক শিবিরকে(TMC) ‘কাটমানির সরকার’ বলে প্রায়শই দুষছে বিজেপি(BJP)। এবার সেই ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠল বিজেপিরই এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
সূত্রের খবর, মালদার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লালু ওঁরাও তাঁরই এলাকার এক বাসিন্দা উর্মিলা ওঁরাওকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ভুল বুঝিয়ে ২০ হাজার টাকা কাটমানি নিয়েছেন, অভিযোগ এমনটাই। এই মর্মে প্রশাসনের কাছে লালু ওঁরাওের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উর্মিলা ওঁরাও। অভিযোগপত্রে তিনি লিখেছেন, তাঁকে ভুল বুঝিয়ে ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল। এমনকি টাকা না দিলে ঘর পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : ‘ধর্ষণ’ করে খুনের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে, পোস্টমর্টেম বলছে ‘বিষক্রিয়া’
অভিযুক্ত বিজেপি(BJP) কর্মী লালু ওঁরাও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিজেপির জেলা সম্পাদকের আশঙ্কা, এটা তৃণমূলের চক্রান্ত। এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস(TMC)। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, ‘এখনও তো শাসন শুরু করেনি। এখন থেকেই কাটমানি খাচ্ছে। বিজেপি আসলে কাটমানি ছাড়া কিছু বোঝে না।’
আরও পড়ুন : কন্যাসন্তান হওয়ায় মানসিক চাপ! দুই মেয়েকে জলে ডুবিয়ে খুন করল মা!
উর্মিলা ওঁরাওের স্বামী ভিন রাজ্যে কর্মরত। তিনি নিজেও দিনমজুরের কাজ করেন। ঘরে তাঁদের এক ছোট ছেলে রয়েছে। এই অবস্থায় প্রশাসনের দ্বারস্থ হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন ওই দরিদ্র মহিলা। সঙ্গে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবিও জানিয়েছেন। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু। পাশাপাশি তিনি স্পষ্টই জানিয়েছেন, সরকারি প্রকল্পে কেউ টাকা চাইতে পারে না। এই ধরনের প্রতারণা ও প্রতারকের থেকে সতর্ক হওয়ার নিদানও দেন তিনি।