বিজেপি করার অপরাধে রাতে ঘুম থেকে মারধর, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান

tista roychowdhury |

Mar 20, 2021 | 7:51 PM

শুধু তাই নয়, হামলার কথা বাইরে জানালে খুন করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় তৃণমূলের তরফে।

বিজেপি করার অপরাধে রাতে ঘুম থেকে মারধর, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান
প্রতীকী চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: ভোট বাংলায় রীতিমতো সরগরম জেলা রাজনীতি। এ বার বিজেপি (BJP) করার অপরাধে সংখ্যালঘু দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খরগ্রামে।

আক্রান্ত ছায়া বিবি ও তাঁর স্বামী জামাল মীরের অভিযোগ, শুক্রবার রাতে ঘরে শুয়েছিলেন তাঁরা । সেইসময়, তৃণমূলের পঞ্চায়েত প্রধান আবসার শেখ-সহ তিনচারজন তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে ছায়া বিবি ও জামাল মীরকে মারধর করে। শুধু তাই নয়, হামলার কথা বাইরে জানালে খুন করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় তৃণমূলের তরফে।

যদিও, এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় বিজেপির (BJP) তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে কান্দির পুলিশ। আক্রান্ত ছায়া বিবিকে কান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ নির্বাচন করতে অনু্ব্রতর গ্রেফতারি চাই’, প্রশাসনের দুয়ারে যুব মোর্চা

Next Article