শিলিগুড়ি: আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বনাম নির্দল তৃণমূলের লড়াইয়ের সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে। কারণ, দলের টিকিট মিলবে না ধরে নিয়ে নির্দল হয়ে লড়াইয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে জানালেন বহু তৃণমূলের ক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলেই টিকিট প্রত্যাশী কিন্তু টিকিট না পাওয়াদের ক্ষোভ তুঙ্গে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্দলে দাঁড়িয়ে পড়তে পারেন অনেকেই। এমনও জল্পনা, সেই কারণেই প্রার্থী তালিকা প্রকাশে এতটা বিলম্ব করছে রাজ্যের শাসকদল। তবে দেরি করে তালিকা প্রকাশ করলেও, সে কৌশল কাজে লাগবে না বলে জানাচ্ছেন বহু তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাদের স্পষ্ট বক্তব্য, “অপেক্ষায় আছি। তালিকায় নাম না থাকলে নির্দলেই লড়ব। প্রচার শুরু করে দিয়েছি।”
শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-২ গ্রামপঞ্চায়েত। সেখানে উপপ্রধান মাঝাবাড়ির বাসিন্দা নির্মল বর্মন। তিনি জানান, “এলাকা থেকে কাদের নাম গেল তা জানি না। দশ বছর ধরে তৃণমূল করি। ব্লক সভাপতি ও নেতারা আমাদের অন্ধকারে রেখেই নাম পাঠালেন। তালিকায় নাম থাকলে তৃণমূলের হয়ে লড়ব। তা না হলে নির্দল হিসাবে লড়াই হবেই। আমি প্রস্তুতি ও প্রচার শুরু করেছি। দেরি করে তালিকা প্রকাশ করে আমাদের আটকানো যাবে না।”
এই গ্রামপঞ্চায়েতেই ভোলানাথ পাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সন্ধ্যা রায়। তাঁর দাবি, “আমরাই আদি তৃণমূল। এলাকায় দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য আমি। তালিকায় নাম থাকলে তৃণমূলের হয়ে লড়ব। কিন্তু দল নব্য তৃণমূলীদের নিয়ে নাচানাচি করছে। নাম বাদ গেলে নির্দল হিসাবে লড়াই করব। লড়াই ছাড়ব না।”
এ প্রসঙ্গে ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক সভাপতি ও পঞ্চায়েত প্রধান সুধা সিংহ বলেন, “কেউ যদি দলের বিরুদ্ধে প্রার্থী হতে চান তাহলে লড়ুন। তৃণমূল বনাম নির্দলের লড়াই হবে। তবে আমরা যোগ্যদের টিকিট দেব। জনতা যাঁদের যোগ্য ভাবছে তাঁরাই টিকিট পাবেন। তালিকায় কিছু বদল আনা হচ্ছে। তাই তালিকা প্রকাশে দেরি হচ্ছে। কাঁরা নির্দল হিসেবে লড়বেন তা নিয়ে ভাবছি না।”