হাওড়া: মুখটা অ্যাসিডে পোড়া। দেহের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত। শনিবার সন্ধ্যায় হাওড়ার (Howrah) জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত বরংলে এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার হল এমনই এক যুবকের দেহ(Body)। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ওই যুবককে খুন করে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। অ্যাসিডে মুখ পোড়া, ক্ষতবিক্ষত মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এবং পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জগৎবল্লভপুর থানার পুলিশ জানিয়েছে।
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এর মধ্যেই জগৎবল্লভপুরে নির্জন ধানক্ষেতে এই রহস্যময় মৃতদেহ উদ্ধার ঘিরে স্থানীয় বাসিন্দাদের মনে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা তাবাসসুম খাতুন বলেন, “ফাঁকা মাঠের মধ্যে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে দেখতে এসেছিলাম। হতে পারে অন্য কোথাও এই যুবককে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং তাঁর মুখটি সম্পূর্ণ বিকৃত করে দেওয়া হয়েছে। যাতে করে কেউ না চিনতে পারে।” একইভাবে স্থানীয় বাসিন্দা গুলজার আলি নামের এক ব্যক্তি বলেন, “হাওড়া এবং হুগলির সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবং এলাকাটি নির্জন থাকায় এখানে যুবকের মৃতদেহ ফেলে যাওয়া হয়েছে।”
এলাকাবাসীর দাবি সত্যি বলে ধরে নেওয়া হলেও এই খুনের পিছনে রাজনীতি রয়েছে না কি নিছকই ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই খুন, তা স্পষ্ট নয়। জগৎবল্লভপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে। এই খুনের সঙ্গে রাজনৈতিক দলের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।