Bangladesh News: আরও চাপে ইউনূস! বাংলাদেশের ‘গোপন’ রিপোর্ট প্রকাশ করল বিদেশমন্ত্রক

Bangladesh News: এখনও পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট ২৩০০ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বলেই উঠে আসে সেই রিপোর্টে। যেখানে বাংলাদেশে অত্যাচারের ঘটনার সংখ্যা ২২০০টি এবং পাকিস্তানে তা মোট ১১২টি। অবশ্য, এই সমীক্ষার বাইরেও আরও অত্যাচার-নির্যাতনের ঘটনা ঘটেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Bangladesh News: আরও চাপে ইউনূস! বাংলাদেশের 'গোপন' রিপোর্ট প্রকাশ করল বিদেশমন্ত্রক
বাঁদিকে জয়শঙ্কর, ডান দিকে ইউনূসImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 20, 2024 | 9:16 PM

নয়াদিল্লি: বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ বিদেশমন্ত্রকের। এদিন দুই দেশে এখনও অবধি হওয়া হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বড় রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় মন্ত্রক।

কী রয়েছে সেই রিপোর্টে?

এদিন রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বাংলাদেশ ও পাকিস্তানে চলা হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় একটি রিপোর্টে পেশ করে। এখনও পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট ২৩০০ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ঘটনার কথা উঠে আসে সেই রিপোর্টে। যেখানে বাংলাদেশে অত্যাচারের ঘটনার সংখ্যা ২২০০টি এবং পাকিস্তানে তা মোট ১১২টি। অবশ্য, এই সমীক্ষার বাইরেও আরও অত্যাচার-নির্যাতনের ঘটনা ঘটেছে, যা হয়তো খাতা-কলমে অভিযোগ রূপে দায়ের হয়নি, বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এই খবরটিও পড়ুন

এই প্রসঙ্গে বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ‘প্রতিটি ঘটনাই অত্যন্ত সংবেদনশীল। এর ভিত্তিতে যথারীতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্র। আমরা মনে করি, এই তথ্যের ভিত্তিতে যথাযথ পদক্ষেপও গ্রহণ করবে বাংলাদেশ সরকার।’

শুধুই বাংলাদেশ নয়। একই ইস্যুতে পাকিস্তানকেও সচেতন হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও পাকিস্তান সরকারকে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছে বিদেশমন্ত্রক। ২০২২ সালে দায়ের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সংখ্যা ছিল ৪৭টি। এ বছর সরকার বদলের পরই সেই পরিসংখ্যা এক লাফে পৌঁছেছে দু’হাজারের গণ্ডি। অন্যদিকে, পড়শি দেশ পাকিস্তানে কিন্তু অশান্তির ঘটনা সময়ের সঙ্গে অনেকটাই কমেছে। ২০২২ সালে সেখানে দায়ের হওয়া অভিযোগের ঘটনা ছিল ২৪১টি। সেখানে বছর ঘুরতেই ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ১১২তে। তবে হিন্দু-নিধন ও নির্যাতনের ঘটনা বাংলাদেশ বা পাকিস্তান ছাড়া বিশ্বের অন্য কোনও দেশেই বিশেষ ভাবে ঘটেনি বলেই জানাচ্ছে বিদেশমন্ত্রক।

প্রসঙ্গত, পালাবদলের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। ইউনূসের আমলে এক নতুন বাংলাদেশকে দেখল বিশ্ব। হিন্দুদের উপর অকথ্য অত্যাচার ও হিন্দু নিধন বারবার প্রশ্নের মুখে ফেলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে। সম্প্রতি, এই অচলাবস্থার মাঝেই সেদেশে সফরে গিয়েছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। ঢাকায় গিয়ে হিন্দুুদের উপর চলা অত্যাচার নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।