Bangladesh new party: ক্ষমতা ‘দখলে’ আরও এক চাল ইউনূসের, এবার কী করলেন?

Bangladesh new party: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির কাজ হবে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা। এই জন্য দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য তৈরি করা হবে।

Bangladesh new party: ক্ষমতা 'দখলে' আরও এক চাল ইউনূসের, এবার কী করলেন?
মহম্মদ ইউনূসImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2024 | 10:55 PM

ঢাকা: মাস চারেক আগে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। আর ইউনূস প্রশাসন মুখে স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলছে। তারই মধ্যে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। এবার গঠিত হল তার কেন্দ্রীয় কমিটি। বুধবার মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’-এর ৭৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হল। কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রনেতারা এই কমিটিতে রয়েছেন।

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার তিনদিন পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ইউনূস প্রশাসন জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দেবে তারা। আর সেই নির্বাচন এক বছর পর হওয়ার কথা শুনিয়েছে তারা। এরই মধ্যে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মহম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসান মহম্মদ আরিফকে সদস্যসচিব করা হয়েছে। এদিন একটি বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির কাজ হবে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা। এই জন্য দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য তৈরি করা হবে। একই সময়ে দলটি রাজধানী ঢাকা-সহ সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে।

কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রনেতারা এই দলটি তৈরি করেছেন। প্রশ্ন উঠছে, তাঁদের সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি ক্ষমতা দখল করতে চাইছে? মুখে স্বচ্ছ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের কথা বললেও নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা নিজেদের হতে রাখাই উদ্দেশ্য কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।