Russia-Ukraine War: ইউক্রেনে মৃত্যু হয়েছে রাশিয়ার সাত সেনাকর্তার, জানাল মস্কো
Russia-Ukraine War: রুশ সেনার উচ্চপদস্থ সেনাকর্তাদের মৃত্য়ু হয়েছে এই যুদ্ধে। এখনও পর্যন্ত ১৩০০ সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ইউক্রেন : একমাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তারপরও থামছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনও পর্যন্ত এই যুদ্ধে অন্তত ৭ জন রুশ জেনারেলের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি মৃত্যু হয়েছে লেফট্যানেন্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভ নামে এক জেনারেলের। তিনি রাশিয়ার ৪৯তম কম্বাইনড ফোর্সের কমান্ডার ছিলেন। জেনারেল ভ্লাইস্লভ ইয়োরশোভ নামে আরও এক জেনারেলের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহের শুরুতে। মৃত্যু হয়েছে রুশ কর্নেল আলেক্সেই শারোভেরও। মেরিন ব্রিগেডের কর্নেল ছিলেন তিনি। বেশ কিছু ক্ষেত্রে রাশিয়ার কূটনৈতিক ব্যর্থতা সামনে এসেছে। আর তার জেরেই এই সেনা আধিকারিকদের মৃত্যু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউক্রেনে চেচেন স্পেশাল ফোর্স মোতায়েন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বাহিনীর জেনারেল মাগোমেদ তুশায়েভেরও মৃত্যু হয়েছে। এ ভাবে পরপর সেনা আধিকারিকদের মৃত্যু কার্যত উদ্বেগ তৈরি করেছে। ক্রেমলিনের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৩০০ রুশ সেনার মৃত্যু হয়েছে এই যুদ্ধে। বিশেষজ্ঞরা মনে করছে, ইউক্রেনে যে রুশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তার মধ্যে অনেক বাহিনীই আর লড়াই করতে পারছে না। এত বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে যে রাশিয়ান শক্তি কার্যত দুর্বল হয়ে পড়ছে বলেই মনে করা হচ্ছে।
বিশ্বের অনেক দেশই আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলার পক্ষে রায় দিয়েছে। যুদ্ধ বন্ধ করতে বলেছে আন্তর্জাতিক আদালতও। ইতিমধ্যেই কয়েক দফা বৈঠকও হয়েছে দুই দেশের মধ্যে, কিন্তু তাতে আখেরে লাভ হয়নি খুব একটা। ইউক্রেনের তরফে জানানো হয়েঠে যে, রাশিয়ার সঙ্গে আলোচনা করা খুবই কঠিন, তাই যুদ্ধের এক মাস কেটে যাওয়ার পরও রাশিয়া যেমন হামলা চালিয়ে যাচ্ছে, তেমনভাবেই ইউক্রেনও নিজেদের দাবি থেকে এক চুল সরতে নারাজ।
সামরিক শক্তিতে পিছনে থাকলেও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার চোখে চোখ রেখে যুদ্ধ করে যাচ্ছে তারা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ারও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেন দাবি করলেও পুতিনের রাশিয়া এখনও ক্ষয়ক্ষতির সরকারি হিসেব দেয়নি। সাধারণ ইউক্রেনীয়দের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নেতৃত্বে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে অসংখ্য সাধারণ ইউক্রেনীয়। কিন্তু বেশ কয়েকদিন ধরেই ইউরোপীয় এই দেশের আকাশ বাতাস ক্রমশ বিষিয়ে যাচ্ছে। চারিদিকে পচা পচা গন্ধ, অনেক সময় নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে।
আরও পড়ুন: Imran Khan wife: ভুরি ভুরি মাংস পোড়ানো হচ্ছে বাড়িতে, জাদুর আশ্রয় নিলেন ইমরান খানের স্ত্রী?