Donald Trump: চার বছর পুরনো মামলায় দেড় হাজার বন্দিকে ‘ক্ষমা’, পদ ফিরে পেতেই বড় সিদ্ধান্ত ট্রাম্পের

Avra Chattopadhyay |

Jan 21, 2025 | 7:29 PM

Donald Trump: উল্লেখ্য, ২০২১ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ভোটে হেরে যেতেই, রীতিমতো ক্ষেপে ওঠে ডোনাল্ড ট্রাম্পের এক দল অনুরাগী। অভিযোগ করা হয়, অনুরাগীদের সেই আক্রোশকে নিজের হাতে আরও বাড়িয়ে দিয়েছিলেন খোদ ট্রাম্প।

Donald Trump: চার বছর পুরনো মামলায় দেড় হাজার বন্দিকে ক্ষমা, পদ ফিরে পেতেই বড় সিদ্ধান্ত ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প

Follow Us

ওয়াশিংটন: ক্যাপিটাল হিলে আক্রমণের ঘটনায় অভিযুক্ত কারাবন্দিদের মুক্তি দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার সেদেশের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিয়েছেন তিনি। আপাতত, আমেরিকার বুকে শুরু হয়ে গিয়েছে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস। আর তারপর পরেই একের পর এক বিরাট নির্দেশিকা।

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণের প্রথম দিনেই দেশজুড়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন তিনি। শপথ নেওয়ার পর ছয় ঘণ্টারও কম সময়ে ৮০টির বেশি আদেশে সাক্ষর করেছেন তিনি। যার মধ্যে অন্যতম চার বছর আগে ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় কারাবন্দিদের মুক্তি। এদিন প্রায় এক সঙ্গে দেড় হাজার বন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ভোটে হেরে যেতেই, রীতিমতো ক্ষেপে ওঠে ডোনাল্ড ট্রাম্পের এক দল অনুরাগী। অভিযোগ করা হয়, অনুরাগীদের সেই আক্রোশকে নিজের হাতে আরও বাড়িয়ে দিয়েছিলেন খোদ ট্রাম্প। বর্তমান এক্স সাবেক টুইটারে তাঁর আগ্রাসী ও উস্কানিমূলক পোস্টের জেরে বাইডেনকে নিয়ে ক্ষোভ তৈরি হতে শুরু করেছিল ট্রাম্প অনুরাগীদের মনে।

সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল ক্যাপিটাল হিলে হামলার মধ্যে দিয়ে। বাইডেনের সরকারকে কার্যত ফেলে দেওয়ার ‘স্বপ্ন’ নিয়ে ২০২১ সালে জানুয়ারি মাসে হামলা চালায় ট্রাম্প অনুরাগীরা। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশে যে এমনটাও ঘটতে পারে, তা স্বপ্নেও ভাবতে পারেনি কেউই। গিজগিজে ভিড়, প্রত্যেকের চোখে-মুখে ফুটন্ত লাভার মতো আগ্রাসন। তারা এগিয়ে এসেছিল ক্যাপিটাল হলের দিকে। নিরাপত্তারক্ষীরাও আটকাতে পারেনি তাঁদের। ঘণ্টাখানেক সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এবার নিজে ক্ষমতায় আসতেই সেই হামলার ঘটনায় অভিযুক্ত কারাবন্দিদের মুক্ত করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

Next Article