‘আল্লাহ-ই আসল শয়তান’! মোল্লাদের নিশানায় বাউল গায়িকা রীতা দেওয়ান, মুণ্ডচ্ছেদের হুমকি

সৌরভ পাল |

Nov 23, 2020 | 9:54 AM

“মোল্লারা আমার মাথা কাটার নিদান দিচ্ছে। সেইসব ভিডিয়ো ইউটিউবে রয়েছে। আমি এতোটাই ভীত সন্ত্রস্ত, যে শৌচকর্মে যেতেও ভয় হয়। গ্রামে সাধারণত তারা বহিরাগত। আমার ভয় হয়, ওরা আমাকে খুঁজে পেলে মেরে ফেলবে।”

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ইসলাম ধর্মের ‘সমালোচনা’ করে বিতর্কে বাউল গায়িকা রীতা দেওয়ান (Baul Rita Dewan)। ‘আল্লাহ’ (Allah) নিয়ে রীতার মন্তব্য, ‘জবান ঠিক নাই তোমার, তুমিই তো আসল শয়তান’। গায়িকার এ হেন মন্তব্যে রীতিমতো চটেছেন কট্টর মৌলবাদীরা। খুনের নিদান দিয়েছেন তাঁরা। গায়িকা রীতার কথায়, মৃত্যু ভয় নিয়ে দিন যাপন করতে হচ্ছে তাঁকে।

প্রাণ বাঁচাতে মাসের পর মাস গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে রীতাকে। শুধু তিনিই নন, তাঁর পরিবারের কেউ প্রকাশ্য দিবালকে বের হন না। এমনও অনেক দিন গিয়েছে, না খেয়েই কাটাতে হয়েছে। আন্তর্জাতিক এক সংবাদসংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় রিতা বলেন, “মোল্লারা আমার মাথা কাটার নিদান দিচ্ছে। সেইসব ভিডিয়ো ইউটিউবে রয়েছে। আমি এতোটাই ভীত সন্ত্রস্ত, যে শৌচকর্মে যেতেও ভয় হয়। গ্রামে সাধারণত তারা বহিরাগত। আমার ভয় হয়, ওরা আমাকে খুঁজে পেলে মেরে ফেলবে।”

রিতার বক্তব্য, সুফি ঘরানায় কুরানের অন্তর্নিহিত অর্থকে এই ভাবেই ব্যাখ্যা করে হয়। তাঁর কথায়, “মোল্লারা যতই ক্ষমতাবান হোক না কেন, সুফি সঙ্গীতের ঐতিহ্য বেঁচে থাকবে। মোল্লারা এই গানকে হারাম বলে – ইসলামে নিষিদ্ধ বলে। কিন্তু কোরানে কোথাও বলা নেই, সঙ্গীত হারাম।” আরও একধাপ এগিয়ে রীতা দেওয়ানের বক্তব্য, “বাংলাদেশ সুফির ভিটে। সুফিই এখানে ইসলামকে (Islam) নিয়ে এসেছে, কট্টরপন্থীরা নয়। আমি নিশ্চিত, সুফি সঙ্গীত এখানে আজীবন থেকে যাবে।”

TV9 বাংলা ডিজিটাল: ইসলাম ধর্মের ‘সমালোচনা’ করে বিতর্কে বাউল গায়িকা রীতা দেওয়ান (Baul Rita Dewan)। ‘আল্লাহ’ (Allah) নিয়ে রীতার মন্তব্য, ‘জবান ঠিক নাই তোমার, তুমিই তো আসল শয়তান’। গায়িকার এ হেন মন্তব্যে রীতিমতো চটেছেন কট্টর মৌলবাদীরা। খুনের নিদান দিয়েছেন তাঁরা। গায়িকা রীতার কথায়, মৃত্যু ভয় নিয়ে দিন যাপন করতে হচ্ছে তাঁকে।

প্রাণ বাঁচাতে মাসের পর মাস গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে রীতাকে। শুধু তিনিই নন, তাঁর পরিবারের কেউ প্রকাশ্য দিবালকে বের হন না। এমনও অনেক দিন গিয়েছে, না খেয়েই কাটাতে হয়েছে। আন্তর্জাতিক এক সংবাদসংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় রিতা বলেন, “মোল্লারা আমার মাথা কাটার নিদান দিচ্ছে। সেইসব ভিডিয়ো ইউটিউবে রয়েছে। আমি এতোটাই ভীত সন্ত্রস্ত, যে শৌচকর্মে যেতেও ভয় হয়। গ্রামে সাধারণত তারা বহিরাগত। আমার ভয় হয়, ওরা আমাকে খুঁজে পেলে মেরে ফেলবে।”

রিতার বক্তব্য, সুফি ঘরানায় কুরানের অন্তর্নিহিত অর্থকে এই ভাবেই ব্যাখ্যা করে হয়। তাঁর কথায়, “মোল্লারা যতই ক্ষমতাবান হোক না কেন, সুফি সঙ্গীতের ঐতিহ্য বেঁচে থাকবে। মোল্লারা এই গানকে হারাম বলে – ইসলামে নিষিদ্ধ বলে। কিন্তু কোরানে কোথাও বলা নেই, সঙ্গীত হারাম।” আরও একধাপ এগিয়ে রীতা দেওয়ানের বক্তব্য, “বাংলাদেশ সুফির ভিটে। সুফিই এখানে ইসলামকে (Islam) নিয়ে এসেছে, কট্টরপন্থীরা নয়। আমি নিশ্চিত, সুফি সঙ্গীত এখানে আজীবন থেকে যাবে।”

Next Article