Donald Trump-US Tariff: প্রতি মিনিটে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকা, ট্রাম্প হেসে বলছেন, ‘ওষুধ কাজ করছে’
Stock Market Crash: ট্রাম্পের দাবি, ট্য়ারিফ ঘোষণার পর শেয়ার বাজারে ধস নামতেই এখন বহু দেশ তাদের সঙ্গে চুক্তি করতে চাইছে। স্টক মার্কেটের এই পতন সাময়িক। এই নিয়ে চিন্তার কিছু নেই।

ওয়াশিংটন: চরম সঙ্কটে স্টক মার্কেট। উত্থানের তো কোনও চিহ্নই নেই, উল্টে প্রতিদিনই রক্তক্ষরণ হয়ে চলেছে আমেরিকা থেকে শুরু করে সমগ্র এশিয়ার স্টক মার্কেটগুলির। এই সব কিছুর নেপথ্যেই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্তই সঙ্কট তৈরি করেছে বিশ্ব বাজারে। তবে এই সঙ্কট নিয়ে একটুও চিন্তিত নন ট্রাম্প। ওয়াল স্ট্রিটে কোটি কোটি টাকা উধাও হয়ে গেলেও, তিনি বলছেন, “ওষুধ কাজ করছে”।
ট্রাম্পের দাবি, ট্য়ারিফ ঘোষণার পর শেয়ার বাজারে ধস নামতেই এখন বহু দেশ তাদের সঙ্গে চুক্তি করতে চাইছে। স্টক মার্কেটের এই পতন সাময়িক। এই নিয়ে চিন্তার কিছু নেই। তবে কি পুরোটাই ট্রাম্পের পরিকল্পনা ছিল? মার্কিন প্রেসিডেন্ট এই প্রশ্নের জবাবে বলেছেন যে মার্কেট কীভাবে প্রতিক্রিয়া দেবে, সেই ভবিষ্যৎ দেখতে পান না। তবে বাণিজ্যে যে শুল্ক ঘাটতি রয়েছে, তা পূরণ না করলে কোনও দেশের সঙ্গে চুক্তি করবেন না।
২ এপ্রিল ট্যারিফ ঘোষণার পর কয়েক ট্রিলিয়নের ক্ষতি হয়েছে আমেরিকার শেয়ার বাজারে। মার্কেটের এই পতন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কখনও কখনও ওষুধের দরকার হয়। আমি চাই না কিছুর পতন হোক, কিন্তু কোনও কোনও সময় কিছু রোগ সারানোর জন্য ওষুধের প্রয়োজন। ওরা এখন চুক্তি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষে ট্রাম্প বলেন, “অন্য দেশরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করত কারণ আমাদের বোকা রাষ্ট্রনেতা ছিল, যিনি এগুলো হতে দিয়েছিলেন।”
রক্তাক্ত বিশ্ব বাজার-
প্রায় এক সপ্তাহ হতে চললেও, আমেরিকার শেয়ার বাজারে উত্থানের কোনও চিহ্ন নেই। বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারে ৪.৩১ শতাংশ পতন হয়েছে, ন্যাসডাকে নতুন করে ৫.৪৫ শতাংশ পতন হয়েছে। জাপানের নিক্কেই ইনডেক্সেরও প্রায় ৭ শতাংশের বেশি পতন হয়েছে। সিওলে কসপি ৪.৮ শতাংশ পতন হয়েছে। ভারতের শেয়ার বাজারও বেশ কিছুটা টলোমলো হয়েছে ট্রাম্পের ট্যারিফের কোপে। সব মিলিয়ে গ্লোবাল স্টক মার্কেট থেকে প্রায় ৬ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গিয়েছে ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তের পর।





