মালে: ভারত-বিরোধী অবস্থানেই অটল থাকলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। সোমবার মলদ্বীপের সংসদে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “অন্য কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা তা খাটো করতে দেব না”। তিনি জানান, ভারতের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুই পক্ষই মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে রাজি হয়েছে। আগামী ১০ মে-র মধ্যে ভারতীয় সেনাদের মলদ্বীপ থেকে প্রত্যাহার করতে হবে, এমনটাই দাবি মলদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমগুলির।
এ দিন সংসদে বক্তব্য রাখেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। বিরোধী দলগুলি, যারা মুইজ্জুর ভারত-বিরোধী অবস্থানের সমালোচনা করেছিলেন, তারা এ দিন প্রেসিডেন্টের বক্তব্য় বয়কট করেন। সংসদে বক্তব্য রাখতে এসে প্রেসিডেন্ট মুইজ্জু জানান, মলদ্বীপে তিনটি উড়ান প্ল্যাটফর্ম রয়েছে, তার একটি থেকে আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে। ১০ মে-র মধ্যে বাকি দুটি প্ল্যাটফর্ম থেকেও ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “মলদ্বীপ ভারতের সঙ্গে চুক্তি রিনিউ করবে না। আমরা অন্য় কোনও দেশকে আমাদের সার্বভৌমত্ব্যে হস্তক্ষেপ বা তাকে খাটো করতে দেব না।”
প্রসঙ্গত, মলদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা মোতায়েন রয়েছেন মানবিক ও চিকিৎসা ক্ষেত্রে উদ্ধারকাজের জন্য। প্রতিবেশী দেশ মলদ্বীপকে ২০০৯ সালে হেলিকপ্টার উপহার দিয়েছিল ভারত। পরে আরও কিছু যুদ্ধবিমান উপহার দেয়। মূলত এই বিমানগুলির রক্ষণাবেক্ষণ ও মলদ্বীপের সেনাকে বিমান পরিচালনায় প্রশিক্ষণ দেওয়ার জন্যই মোতায়েন রয়েছেন ৭৫ জন ভারতীয় সেনা। এই সেনা নিয়েই আপত্তি মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর। তিনি নির্বাচনী লড়াইয়েও ভারতের বিরুদ্ধেই প্রচার করেছিলেন।