Donald Trump: ভারতীয় বংশোদ্ভূততে মন ট্রাম্পের! দিয়ে দিলেন সরকারের বিশেষ উপদেষ্টার পদও

Avra Chattopadhyay |

Dec 23, 2024 | 6:19 PM

Donald Trump: এই হবু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, 'সরকারের কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলি তিনিই নির্ধারণ করবেন। এছাড়াও, রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই'।

Donald Trump: ভারতীয় বংশোদ্ভূততে মন ট্রাম্পের! দিয়ে দিলেন সরকারের বিশেষ উপদেষ্টার পদও
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন ডিসি: ভারতীয় বংশোদ্ভূততে মন ট্রাম্পের। আমেরিকার নতুন প্রশাসনে কৃত্তিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে দেখা যাবে এই ব্যক্তিকে। নাম শ্রীরাম কৃষ্ণন। কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন তিনি।

এই প্রসঙ্গে হবু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, ‘সরকারের কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলি তিনিই নির্ধারণ করবেন। এছাড়াও, রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই’।

উল্লেখ্য, শ্রীরাম কৃষ্ণনের জন্ম চেন্নাইয়ে। খুবই সাদামাটা পরিবারে বড় হয়ে ওঠা। পড়াশোনাও করেছেন এ দেশেই। তামিলনাড়ুর এস আর এম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য প্রযুক্তি নিয়ে স্নাতকের ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ২০০৫ সালে মাত্র ২১ বছর বয়সেই চলে যান আমেরিকায়।

২০০৫ সাল থেকে মাইক্রোসফ্টের আওতায় কাজ করতে শুরু করেন তিনি। একদা টুইটার, ইয়াহু, ফেসবুক-এর মতো নামী টেক সংস্থাতেও কাজ করেছিলেন তিনি।

সাধারণ কর্পোরেট কর্মী হয়ে কীভাবেই বা রাজনৈতিক যোগসূত্র তৈরি করলেন শ্রীরাম, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। জানা যায়, টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে বেশ গলায় গলায় বন্ধুত্ব এই ভারত বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারের। টুইটার থেকে এক্সে পরিণত হওয়ার সময়কালে মাস্কের সঙ্গে কাজ করেছিলেন তিনি। আর থেকেই সম্পর্ক হয়েছিল মসৃণ।

মার্কিন মুলুকে সদ্য নির্বাচিত রিপাবলিকানের জয়ের নেপথ্যে কারিগর যে টেসলা কর্তা ইলন মাস্ক, তা সর্বজন সম্মত । আর সেই মাস্কের হাত ধরেই ট্রাম্পের সঙ্গে নাকি সখ্যতা বাড়ে শ্রীরামের। আর তারপরেই জুটল বিশেষ উপদেষ্টার পদ। এই ভারতীয় বংশোদ্ভূতকে বেশ পছন্দও করেন ট্রাম্প।

Next Article