AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: হিন্দুদের উপর হামলা ‘অতিরঞ্জিত’? মোদীর উদ্বেগকে পাত্তাই দিলেন না ইউনুস

Muhammad Yunus: বাংলাদেশের অন্তর্বর্তীকীলান সরকারের প্রধান উপদেষ্টা, মহম্মদ ইউনুসের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। তাঁর দাবি, এই সকল হামলা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক ছিল। এমনকি, এই নিয়ে ভারতের উদ্বেগকেও তিনি 'অজুহাত' বলেছেন।

Muhammad Yunus: হিন্দুদের উপর হামলা 'অতিরঞ্জিত'? মোদীর উদ্বেগকে পাত্তাই দিলেন না ইউনুস
হিন্দুদের উপর হামলা সাম্প্রদায়িক নয় বলে দাবি ইউনুসেরImage Credit: PTI
| Updated on: Sep 05, 2024 | 5:22 PM
Share

ঢাকা: বাংলাদেশে শেখ হাসিনার বিদায়ের পর থেকে, একের পর এক হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। মন্দিরে ভাংচুর চলেছে। এই নিয়ে ঢাকার রাস্তায় প্রতিবাদ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এখনও অনেক জায়গাতেই নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে হিন্দুদের। চাওয়া হচ্ছে ‘প্রোটেকশন মানি’, অর্থাৎ, নিরাপদে থাকতে টাকা দিতে হচ্ছে। তবে, বাংলাদেশের অন্তর্বর্তীকীলান সরকারের প্রধান উপদেষ্টা, মহম্মদ ইউনুসের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। তাঁর দাবি, এই সকল হামলা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক ছিল। এমনকি, এই নিয়ে ভারতের উদ্বেগকেও তিনি ‘অজুহাত’ বলেছেন।

সংবাদ সংস্থা পিটিআই-কে একটি সাক্ষাৎকারে দিয়েছেন মহম্মদ ইউনুস। তাঁর মতে, বেশিরভাগ হিন্দুই ক্ষমতাচ্যুত আওয়ামি লিগ সরকারের সমর্থন ছিলেন। তাই তাদের বিরুদ্ধে যে সকল হামলা হয়েছে, তা রাজনৈতিক অভ্যুত্থানের ফল। দায়িত্ব নেওয়ার পর ইউনুস এখনও পর্যন্ত একবার ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হিন্দুদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদী। ইউনুস জানিয়েছিলেন, হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে ঢাকা। তবে এটা যে অতিরঞ্জিত, তা মোদীকেও জানিয়েছিলেন বলে দাবি করেছেন ইউনুস।

তিনি বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি এটা অতিরঞ্জিত। এই ইস্যুটির বিভিন্ন মাত্রা রয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৃশংসতার পর দেশ যখন অস্থিরতার মধ্য দিয়ে যায়, তখন যারা তাদের সঙ্গে ছিল তারাও হামলার সম্মুখীন হয়েছেন।” তাঁর মতে, আসলে শেখ হাসিনা ভারতের সামনে একটি বিশেষ আখ্যান তৈরি করেছিলেন। সেই আখ্যান থেকে এখনও বের হতে পারেনি ভারত। ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে গেলে, ভারতকে সেই আখ্যানের মোহ ছেড়ে বের হতে হবে।

তিনি বলেছেন, “আগামীর পথ হল এই আখ্যান থেকে ভারতের বেরিয়ে আসা। আখ্যানটি হল সবাই ইসলামপন্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী। তারা এই দেশকে (বাংলাদেশ) আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ হাতে থাকবে। এই আখ্যানে ভারত এখনও বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্যান্য দেশের মতো, বাংলাদেশও ভারতের আরেকটি প্রতিবেশি। এটা তাদের বুঝতে হবে। শুধু হাসিনাকে ধরে বসে থাকলে চলবে না।”

অতীতে বারংবার দেখা গিয়েছে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে বাংলাদেশের অত্য়ন্ত সুসম্পর্ক রয়েছে। অথচ, খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকলেই দুই প্রতিবেশি দেশের সম্পর্কের উত্তেজনা বেড়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)