Bangladesh: ফের বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ

Nov 24, 2024 | 7:48 PM

Bangladesh: অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষেই কয়েকদিন আগে জাতির উদ্দেশো ভাষণ দেন ইউনূস। সেখানেই তিনি হিন্দুদের উপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেন।

Bangladesh: ফের বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ

Follow Us

বাংলাদেশ: আবারও বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। রঙপুরে প্রতিবাদে সামিল হয়েছিলেন হিন্দুরা, তারই মাঝে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। একাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত সমাবেশ হয় সফলভাবেই।

বাংলাদেশি হিন্দুদের সেই সমাবেশের জন্য কুর্নিশ জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন সমাবেশের দিকে এগোচ্ছিলেন, সেই সময় ১০ কিলোমিটার আগেই তাঁদের থামিয়ে দেওয়া হয়। বাস থেকে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। হাসপাতালে ভর্তি করতে হয়েছে বেশ কয়েকজনকে।

এদিকে, বাংলাদেশে হিন্দুদের উপরে হামলাকে ‘অতিরঞ্জিত প্রচার’ বললেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষেই কয়েকদিন আগে জাতির উদ্দেশো ভাষণ দেন ইউনূস। সেখানেই তিনি হিন্দুদের উপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেন।

এদিকে, বাংলাদেশের অন্তবর্তী সরকারের ১০০ দিন পার হওয়ার পর প্রকাশ্যে এসেছে সরকারের রিপোর্ট কার্ড। সেই রিপোর্ট বলছে বাংলাদেশে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠী’ সম্প্রদায়ের মানুষ বার বার হিংসার স্বীকার হয়েছেন ইউনুস সরকারের ভুলের কারণে।

Next Article