ঢাকা: ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। সংখ্যালঘুদের সঙ্গে যে সব ঘটনা ঘটছে, সেই সব ভিডিয়ো সামনে আসছে। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই সব ঘটনার প্রতিবাদ সীমান্ত পেরিয়ে শুরু হয়েছে ভারতেও। পশ্চিমবঙ্গে প্রায় প্রতিদিন কোনও না কোনও জায়গায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। কলকাতার রাস্তাতেও মহম্মদ ইউনূসের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। আর এই সব ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তড়িঘড়ি ভারত থেকে দুই কূটনীতিককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে।
কলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মহম্মদ আশরাফুল রহমান ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মহম্মদকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে।
নিউজ ১৮-এ প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরে গিয়েছেন আশরাফুল রহমান আর আগামী শনিবার ফেরার কথা আরিফ মহম্মদের। আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই দু’জনকে ঢাকা থেকেই কাজ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে তাঁদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে ওই দুই কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শহরের একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। পেট্রাপোল সীমান্তেও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ, শুক্রবারও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কয়েকদিন আগে ত্রিপুরার রাজধানী আগরতলায় দূতাবাস সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখানো হয়।