বাংলাদেশ: এক আইনজীবী হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকি আইনজীবীদেরও দেখা মিলল না আদালতে। ফের পিছিয়ে গেল সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলা। মঙ্গলবার আদালত কী রায় দেয়, সেদিকে তাকিয়ে ছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ গোটা বিশ্বের সনাতনীরা। কিন্তু এদিন কোনও আইনজীবী উপস্থিত না হওয়ায়, পিছিয়ে গেল সেই মামলা।
গত কয়েকদিন ধরে জেলে রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশে চলছে বিক্ষোভ। আঁচ ছড়িয়েছে ভারত সহ অন্যান্য দেশেও। তাই এদিন শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ আরও বাড়ল সনাতনীদের।
পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ২ জানুয়ারি। অর্থাৎ প্রায় এক মাস ধরে জেল থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনাই নেই সন্ন্যাসীর।
ইসকনের তরফে জানানো হয়েছে, যাঁরা মামলায় চিন্ময় দাসের হয়ে দাঁড়িয়েছেন, তাঁদের প্রায় সকলকেই বিভিন্ন মামলায় অভিযুক্ত হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই গ্রেফতার হয়েছেন বলেও খবর।
যাঁদের এদিন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলায় অংশ নেওয়ার কথা ছিল, তাঁদের প্রায় সকলেই সকাল থেকে তাঁদের মোবাইল বন্ধ করে রেখেছেন। এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম ইসকন প্রবর্তক মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস। তিনি জানান, চিন্ময় প্রভুর আইনজীবী মোবাইল বন্ধ করে রেখেছেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ইসকন-এর মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণের অন্যতম আইনজীবী রমেন রায়ের ওপর হামলা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আহত অবস্থার ছবিও প্রকাশ করেছেন রাধারমণ দাস।
সূত্রের খবর, ১১৪ জন আইনজীবীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে । এরাই মূলত চিন্ময় দাসের হয়ে মামলায় লড়ছিলেন। এর মধ্যে অনেকেই আহত, তাঁদের চিকিৎসা চলছে ।