Bangladesh: কক্সবাজারে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে, কাঁদতে-কাঁদতে মেয়েটি বলল, ‘ভাইয়া আর কারও বাড়ির মা-বোনের সঙ্গে যেন না হয়…’
Bangladesh: ওই নাবালিকার কথায় সে বাস থেকে নেমে অন্য একটি সিএনজিতে (অটো) উঠেছিল। সেই গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিল। কিছুটা যাওয়ার পর গাড়ির চালক বলল তাঁর এই গাড়ি খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে আমি নেমে যাই। তারপর একটি ছেলে দৌড়ে এসে প্রথমে তার মুখ চেপে ধরে।
বাংলাদেশ: বাংলাদেশে কট্টরপন্থীদের অত্যাচারের খবর আগেই প্রকাশ্যে এসেছে। মহিলাদের উপর নির্যাতনের খবর সামনে এসেছে। আর এবার সেখানে দিনে-দুপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের পর নাবালিকাকে রাস্তায় ফেলে চলে গেল অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চাকারিয়ায়।
অভিযোগ, দিনে-দুপুরে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় জামাত-ই-ইসলামির চার থেকে ছ’জন সদস্য। তারপর গণধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হয় নাবালিকাকে। মেয়েটির পরিচয় এখনও জানা যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই নাবালিকার কথায় সে বাস থেকে নেমে অন্য একটি সিএনজিতে (অটো) উঠেছিল। সেই গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিল। কিছুটা যাওয়ার পর গাড়ির চালক বলল তাঁর এই গাড়ি খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে আমি নেমে যাই। তারপর একটি ছেলে দৌড়ে এসে প্রথমে তার মুখ চেপে ধরে। নাবালিকা বলে, “আমি সেই সময় চিৎকার করতে শুরু করি। বলতে থাকি বাঁচাও। কেউ সাহায্য করুন। তারপর আরও একটি ছেলে আসে।” তারপর তারা কাপড় দিয়ে নাবালিকার মুখ বেঁধে দেয়। এরপর আরও চারজন এসে তাঁকে গণধর্ষণ করে। নাবালিকা হাউহাউ করে কাঁদতে-কাঁদতে বলে, “ভাইয়া আমার সঙ্গে যা হয়েছে তা যেন আর কারও বাড়ির মা-বোনের সঙ্গে না হয়…।”