১৭ কোটি বাংলাদেশির জীবন বদলে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেন রাঁধতে, মাছ ধরতে, সেলাই করতে

সৌরভ পাল |

Nov 23, 2020 | 8:12 AM

জনদরদী জননেত্রী, প্রশ্নাতীত প্রশাসক, দেশের প্রশাসনিক প্রধান – এই পরিচয়ের বাইরে তিনি একজন মা, একজন গৃহিনী।

১৭ কোটি বাংলাদেশির জীবন বদলে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেন রাঁধতে, মাছ ধরতে, সেলাই করতে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি - ফেসবুক

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: শেখ হাসিনা (Sheikh Hasina)। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা। ১৭ কোটি বাংলাদেশির (Bangladesh) একমাত্র জননেত্রী। তিনি বিশ্বের সেই গুটি কয়েক ক্ষমতাশালী মহিলাদের মধ্যে একজন, যিনি তাঁর দেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। কোটি কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণের কাণ্ডারি তিনিই। শুধু দেশের নাগরিকই নয়, প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের নিজের দেশে ঠাঁই দিয়েছেন। জনদরদী জননেত্রী, প্রশ্নাতীত প্রশাসক, দেশের প্রশাসনিক প্রধান – এই পরিচয়ের বাইরে তিনি একজন মা, একজন গৃহিনী।

সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে একটি সোশাল পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে ২টি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, তিনি মাছ ধরছেন। অন্য আরেকটি ছবিতে সেলাই মেশিনে সেলাই করতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে।

 

ছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথা সাংসদ সলমন এফ রহমান। ফেসবুকে নেত্রীর ২টি ছবি পোস্ট করে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী (Bangladesh PM) শেখ হাসিনা একজন সম্পূর্ণ মানুষ। তিনি সাফল্যের সঙ্গে ১৭০ কোটি বাংলাদেশির জীবন বদলে দিয়েছেন। ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। তিনি পছন্দ করেন রান্না করতে। তাছাড়াও মাছ ধরা সেলাই করতেও ভালবাসেন তিনি।”

হাসিনা অনুরাগীরা এই পোস্টে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ‘অনুপ্রেরণা’, ‘অসামন্য মহিলা’, ‘বাংলাদেশের গর্ব’, এমনই সব কমেন্টে ভরে গিয়েছে এই সোশাল পোস্ট। কথায় আছে না, ‘যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন’ – শেখ হাসিনার জন্য এই উপমা যথাযোগ্য।
এই পোস্টে ৩২ হাজারের ওপর ইম্প্রেশন। লাইক তো রয়েছেই। এখনও পর্যন্ত আড়াই হাজারের ওপর শেয়ার।

Next Article