Bangladesh-Kolkata Train Fare: বাংলাদেশ-পশ্চিমবঙ্গ রুটের ট্রেনের ভাড়া বাড়ছে
Train fare hike: দুই বাংলার মধ্যে রেলপথে যাতায়াতের অন্যতম ৩টি ট্রেন হল, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস। প্রতিদিন এই ট্রেনে দুই বাংলার বহু মানুষ এপার-ওপার যাতায়াত করেন। এবার এই যাতায়াতের খরচ বাড়তে চলেছে। ৩টি ট্রেনেরই ভাড়া বাড়তে চলেছে।

ঢাকা: দুই বাংলার মধ্যে রেলপথে যাতায়াতের অন্যতম ৩টি ট্রেন হল, মৈত্রী এক্সপ্রেস (Maitree Express), বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) এবং মিতালী এক্সপ্রেস (Mitali Express)। প্রতিদিন এই ট্রেনে দুই বাংলার বহু মানুষ এপার-ওপার যাতায়াত করেন। এবার এই যাতায়াতের খরচ বাড়তে চলেছে। ৩টি ট্রেনেরই ভাড়া (Train Fare) বাড়তে চলেছে। তবে আপ-ডাউন- উভয়দিকে নয়, বাংলাদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রেই ট্রেনগুলির ভাড়া বাড়তে চলেছে। আগামী ১০ অক্টোবর, মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ রেলেওয়ের তরফে জানানো হয়েছে, ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। তার ফলেই ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া বাড়তে চলেছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের ভাড়া বাড়ছে। শ্রেণিভেদে ভাড়া ৩৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ছে। বর্ধিত ভাড়া আগামী ১০ অক্টোবর, মঙ্গলবার থেকে কার্যকর হবে।
কোন ট্রেনের কত ভাড়া দাঁড়াল?
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের এসি কোচের ভাড়া ছিল ৪ হাজার ৭৯৫ টাকা। সেটা বেড়ে দাঁড়াচ্ছে ৪ হাজার ৯০০ টাকায়। আর এসি চেয়ার কারের ভাড়া ৩ হাজার ৫৩০ থেকে বেড়ে হচ্ছে ৩ হাজার ৬০০ টাকা।
খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভাড়া ২ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৯৫০ টাকা হচ্ছে। আর এসি চেয়ার কারের ভাড়া ৩৫ টাকা বাড়ছে। ফলে ভাড়া ২ হাজার ২৬৫ টাকা থেকে বেড়ে ২ হাজার ৩০০ টাকা হচ্ছে।
ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা থেকে বেড়ে ৬ হাজার ৭২০ টাকা করা হচ্ছে। আর এসি সিটের ভাড়া ৪ হাজার ১৭৫ টাকা থেকে বেড়ে ৪ হাজার ২৯০ টাকা হচ্ছে। আর এসি চেয়ারকারের ভাড়া ৩ হাজার ৭৮৫ থেকে বেড়ে ৩ হাজার ৮৬০ টাকা হচ্ছে।
