Bangladesh Budget 2023: কাঁধে বড় ঋণের বোঝা নিয়েই বিশাল অঙ্কের বাজেট পেশ বাংলাদেশের

Rajib Khan | Edited By: জয়দীপ দাস

Jun 02, 2023 | 12:12 AM

Bangladesh Budget 2023: এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা করা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি।

Bangladesh Budget 2023: কাঁধে বড় ঋণের বোঝা নিয়েই বিশাল অঙ্কের বাজেট পেশ বাংলাদেশের
শেখ হাসিনা

Follow Us

ঢাকা: পেশ হয়ে গেল ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বাংলাদেশের বাজেট (Bangladesh Budget 2023-2024)। ১ জুন বিকাল ৩টের সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। যা নিয়েই এখন গোটা বাংলাদেশজুড়ে চলছে জোর চর্চা। এবারের বাজেটে প্রস্তাবের আকার ধরা হয়েছে ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল বড় এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লক্ষ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা করা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঁধে দেওয়া হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার কোটি টাকার ভার। সূত্রের খবর, বাংলাদেশের দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার ৫০ বছর পর এসে এই বাজেটের আকার দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকারও বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের আকার এর আগের অর্থবর্ষের চেয়ে ১২.৩৪ শতাংশ বেশি।

প্রসঙ্গত, এবারে বাংলাদেশের বাজেটের অন্যতম প্রধান বিষয় হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-র শর্ত পূরণ। গত বছর আইএমএফের কাছে ঋণের আবেদন করলে এ বছরের শুরুর দিকে ৪৭০ কোটি ডলারের ঋণের অনুমোদন হয়। কিন্তু আইএমএফ সাড়ে ৩ বছরের জন্য মোট ৩৮টি শর্ত দিয়ে রেখেছে। সেই শর্ত পূরণেই কোমর বেঁধে নামতে চাইছে হাসিনা সরকার। পাশাপাশি সূত্রের খবর, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ মে পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ৬৭ হাজার ৯০৬ কোটি টাকা ঋণ নিয়েছে। সে ঋণ শোধের বোঝাও রয়েছে সরকারের উপর। এখন দেখার নয়া বাজেটে সেই কাজে কতটা সাহায্য করেছে। 

 

Next Article