Bangladesh: বাংলাদেশে বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

Rajib Khan | Edited By: সোমনাথ মিত্র

Apr 21, 2023 | 8:01 PM

Bangladesh: ইতিমধ্যেই রমজান মাস ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষে উৎসব উদযাপনের জন্য সেজে উঠেছে ঢাকা। তারমধ্যেই ভারতীয় হাই কমিশনার আচমকা আগমনে খুশির হাওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশনে।

Bangladesh: বাংলাদেশে বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার
বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা

Follow Us

ঢাকা: বাংলাদেশে বহুল আলোচিত বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এই পরির্দশনকালে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মনু ভার্মা। এসময় তাঁরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিশুদের হাতে একাধিক খাদ্যসামগ্রী, নানা বইপত্র তুলে দেন। তাঁদের সঙ্গে কথাও বলেন দীর্ঘক্ষণ। ভারত-বাংলাদেশের (Indo-Bangladesh Relation) সম্পর্কের বিষয়ে, মুক্তিযুদ্ধের বিষয়ে নানা কথা বলেন। সহজভাবে তুলে ধরেন ইতিহাসের কথা। 

এদিকে ইতিমধ্যেই রমজান মাস ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষে উৎসব উদযাপনের জন্য সেজে উঠেছে ঢাকা। উৎসবের আমেজ বিদ্যানন্দ ফাউন্ডেশনও। সেখানেই এদিন গেলেন প্রণয়বাবু। উৎসবের শুভেচ্ছাও জানান সকলকে। দেন সম্প্রীতির বার্তা। একইসঙ্গে এই সংস্থার হাত ধরে বেড়ে ওঠা শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনকে তিনি আগামীর ভবিষ্যৎ তৈরির কারিগর হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সবরকমভাবে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তিনি। এই কাজ ভারত সবসময় তাঁদের পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Next Article